বাগেরহাটে বেড়িবাঁধ ধসে ৩০০ পরিবার পানিবন্দি হয়ে পড়েছে

Photo Credit – D.sun

সংবাদ সারাদেশ ঃসদর উপজেলার ভদ্রপাড়ায় ভৈরব নদীর তীরবর্তী একটি বন্যা রক্ষা বাঁধ শুক্রবার জলোচ্ছ্বাসে ভেসে গেছে, এতে তিন গ্রামের ৩০০ পরিবার আটকা পড়েছে।ভদ্রপাড়া, বোইটপুর ও বেমোর্তা গ্রামের বিস্তীর্ণ অংশে ২০-২৫টি ঘেরের মাছ ভেসে গেছে।

তিন গ্রামের বাসিন্দারা অবিলম্বে ধসে পড়া বেড়িবাঁধ মেরামতের ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।ভদ্রপাড়া গ্রামের মাছের ঘেরের মালিক মশিউর রহমান বাদশা জানান, বিকেলে বন্যা রক্ষা বাঁধ ভেঙে তার মাছের ঘেরে পানি ঢুকে সব মাছ ভেসে যায়, এতে তার ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়।

গ্রামের বাসিন্দা আলমগীর হোসেন বলেন, “বাড়িতে হাঁটু পানিতে আমরা দুর্ভোগে পড়েছি। এমনকি বাড়ির আঙিনা তলিয়ে যাওয়ায় আমরা ঠিকমতো রান্নাও করতে পারিনি।”

স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ মাসুম বিল্লাহ জানান, দরতানা ও ভৈরব নদীর পানি বিপদসীমার ১২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং বিভিন্ন খাল ও জলাশয়ের পানিও বৃদ্ধি পেয়েছে।

“আমাদের জানানো হয়েছিল যে বিভিন্ন গ্রামের নিচু এলাকা প্লাবিত হয়েছে এবং জোয়ারের পানির মন্দার পরে রিং বাঁধ নির্মাণের পদক্ষেপ নেওয়া হবে।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *