পত্রিকা হকার সেলিম রেজার চিকিৎসা করাতে প্রয়োজন ৫ লাখ টাকা

নিজস্ব প্রতিনিধি ঃনাটোরের নলডাঙ্গা উপজেলার এক মাত্র পত্রিকা হকার সেলিম রেজার চিকিৎসা করাতে প্রয়োজন ৫ লাখ টাকা ।প্রায় দীর্ঘ ২৩ বছর তিনি এ পেশায় নিয়োজিত ।২৩ বছর ধরে দীর্ঘপথ পাড়ি দিয়ে রোদ্র বৃষ্টি উপেক্ষা করে প্রতিদিন বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান,সরকারী,বেসরকারী অফিস ও বাসা বাড়িতে পৌছে দেন বিভিন্ন খবরের কাগজ ।।পত্রিকা হকার সেলিম রেজা (৪০) নাটোর সদর উপজেলার তেবারিয়া ইউনিয়নের চাঁনপুর আটঘরিয়া এলাকার মৃত মেহের মোল্লার ছেলে।পরিবারে একমাত্র স্ত্রী গত দেড় মাস আগে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা গেছেন।দুই ছেলে মেয়ের মুখে দুই বেলা খাবার যোগাতে হিমসিম খেতে হচ্ছে তাকে।স্ত্রীকে হাসপাতালে রেখে চিকিৎসা করাতে জমানো টাকা শেষ করেও স্ত্রীকে বাঁচাতে পারেননি।সহায় সম্পতি বলতে কিছুই নেই পত্রিকা বিক্রি করার আয় দিয়ে চলতো সংসার।গত ৭ মাস যাবৎ পত্রিকা হকার সেলিম নিজেরও হার্টের ব্লক ধরা পড়েছে। প্রতি সপ্তাহে প্রায় দুই হাজার টাকার অষুধ লাগে । চিকিৎসকরা তাকে পরিশ্রম না করার পরামর্শ দিয়েছেন সেই সাথে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন।অসুস্থ হওয়ার কারনে তিনমাস পত্রিকা বিক্রিও সাময়িক বন্ধ ছিল।এখন নিরোপায় হয়ে চিকিৎসকের পরামর্শ না মেনে পত্রিকা বিক্রি করে সামন্য আয় দিয়ে ঔষুধ কিনে বাড়ি ফিরছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *