পান্ডিয়ার কোনো আফসোস নেই ধোনির কাছে হেরেছেন বলে

ক্রীড়া ডেস্ক ঃধোনির কাছে হেরেছেন বলে কোনো আফসোস নেই পান্ডিয়ার ।

টানা দুই আইপিএল ফাইনাল। শেষ দুই বলে রবীন্দ্র জাদেজা অতিমানবীয় কিছু না করলে মুম্বাই ইন্ডিয়ানস ও চেন্নাই সুপার কিংসের পর প্রথম দল হিসেবে টানা দুটি আইপিএল শিরোপা জিতত গুজরাট। তাতে অধিনায়ক হার্দিক পান্ডিয়াও ঢুকে যেতেন একটা ছোট্ট তালিকায়।

মহেন্দ্র সিং ধোনি, রোহিত শর্মা ও গৌতম গম্ভীরের পর পান্ডিয়াও অধিনায়ক হিসেবে কমপক্ষে দুটি শিরোপা জয়ের কীর্তি গড়তেন। শেষ পর্যন্ত তা আর হয়নি। হেরেছেন তিনি যাঁর ভক্ত, সেই ধোনির কাছে। ফাইনাল হেরেও পান্ডিয়ার আফসোস নেই, কারণ ধোনির কাছে হারতেও আপত্তি নেই গুজরাট অধিনায়কের।আইপিএলের প্রথম কোয়ালিফায়ারে চেন্নাইয়ের মুখোমুখি হওয়ার আগে ধোনিকে শ্রদ্ধা জানিয়ে একটি ভিডিও প্রকাশ করেছিল গুজরাট। সেই ভিডিওতে গুজরাট অধিনায়ক পান্ডিয়া ‘ক্যাপ্টেন কুল’খ্যাত ধোনিকে নিয়ে বলেছিলেন ‘আমি মহেন্দ্র সিং ধোনির ভক্ত। মাহিকে (ধোনি) ঘৃণা করতে হলে আপনাকে শয়তান হতে হবে।’গতকাল ম্যাচ শেষেও পান্ডিয়া যা বললেন, স্পষ্ট হয় ধোনির প্রতি তাঁর ভক্তি কতটা। ধোনির সম্পর্কে গুজরাট অধিনায়ক বলেছেন, ‘আমি ধোনির জন্য অনেক খুশি। তাঁর ভাগ্যেই এমনটা লেখা ছিল। যদি আমাকে হারতেই হয়, ধোনির কাছে হারতে আমার আপত্তি নেই। ভালো মানুষের সঙ্গে ভালো কিছুই ঘটে।’গুজরাট অধিনায়ক পান্ডিয়া হারের জন্য অজুহাত দিচ্ছেন না, বরং তাঁর মতে গুজরাটের চেয়ে চেন্নাই ভালো ক্রিকেট খেলেছে, ‘আমরা একসঙ্গে জিতি, একসঙ্গে হারি। অজুহাত খোঁজার মতো মানুষ আমি নই। চেন্নাই আমাদের চেয়ে ভালো ক্রিকেট খেলেছে। সাই সুদর্শনের নামটা বলতেই হবে। সামনেও সে অনেক অভাবনীয় কিছু করবে। আমি ক্রিকেটারদের নিয়ে অনেক খুশি।’শেষ ২ বলে ১০ রান নিয়ে চেন্নাইকে ফাইনাল জেতানো জাদেজা চেন্নাইয়ের শিরোপা উৎসর্গ করেছেন ধোনিকে, ‘দল হিসেবে আমরা এই শিরোপা জয় আমাদের দলের একজন বিশেষ সদস্য ধোনিকে উৎসর্গ করতে চাই।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *