বাগাতিপাড়ায় কুড়িয়ে পাওয়া ১৩ হাজার টাকা মালিককে ফেরত দিয়ে মহানুভবতার পরিচয় দিয়েছে সাবিক

বাগাতিপাড়া প্রতিনিধিঃ
নাটোরের বাগাতিপাড়ায় কুড়িয়ে পাওয়া ১৩ হাজার টাকা মালিককে ফেরত দিয়ে মহানুভবতার পরিচয় দিয়েছে সাবিক নামের এক শিশু। শুক্রবার উপজেলার জামনগর বাজারে এমন ঘটনা ঘটে। সাকিব উপজেলার জামনগর ইউনিয়নের গয়লারঘোপ দারুল উমুল শফিকিয়া কওমি মাদ্রাসার চতুর্থ শ্রেণীর ছাত্র। সে গয়লারঘোপ গ্রামের সাগর আলীর ছেলে। শিশু সাকিব জানায়, শুক্রবার সকালে বাড়ি থেকে সাইকেল চালিয়ে জামনগর বাজারে যাচ্ছিল সে। যাত্রাপথে জামনগর স্কুলমোড় সংলগ্ন রাস্তায় ১৩ হাজার টাকা কুড়িয়ে পায়। এরপর খোঁজাখুঁজির এক পর্যায়ে টাকার মালিক স্থানীয় জামনগর বাজারের সার ব্যবসায়ী রিয়েল আহম্মেদের সন্ধান পায়। পরে বাজারে লোকজনের সম্মুখে টাকাগুলো মালিককে ফেরত দেয়। ব্যবসায়ী রিয়েল আহম্মেদ জানান, তিনি ব্যবসার কাজের টাকা নিয়ে যাওয়ার পথে রাস্তায় টাকাগুলো হারিয়ে ফেলেন। পরে অনেক খোঁজাখুঁজি করেছিলেন। কিন্তু না পেয়ে দোকানে বসেছিলেন। পরে হঠাৎ করেই শিশুটি টাকাগুলো নিয়ে তার কাছে হাজির হয়। পরে শিশু সাকিবকে উপহার হিসেবে কিছু টাকা দিলেও সে তা গ্রহণ করেনি। প্রত্যক্ষদর্শী মাহাতাব উদ্দিন জানান, ছোট শিশু সাকিবের এতগুলো টাকা কুড়িয়ে পাওয়ার পরও ফেরত দেওয়ার ঘটনা উপস্থিত সবাইকে অবাক করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *