বড়াইগ্রামে কন্দাল ফসল উৎপাদনে কৃষক প্রশিক্ষন

 


বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি :নাটোরের বড়াইগ্রামে কৃষিকে বহুমূখী করণের লক্ষ্যে কন্দাল ফসল (আলু, মিষ্টি আলু, গাছ আলু, মুখি কচু, লতি কচু, পানি কচু, ওলকচু প্রভূতি) উৎপাদনে দিন ব্যাপি কৃষক প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে। সোমবার কৃষি প্রশিক্ষন কেন্দ্রে উপজেলা কৃষি সম্পসারণ অধিদপ্তর এই কর্মসূচীর আয়োজন করে। প্রধান অতিথি হিসেবে কৃষি সম্পসারণ অধিদপ্তর রাজশাহী অঞ্চলের অতিরিক্ত পরিচালন শাসছুল ওয়াদুদ উপস্থিত ছিলেন। দিন ব্যাপি এই প্রশিক্ষনে উপজলার বিভিন্ন গ্রামের দুইশত দশজন কৃষক অংশ গ্রহন করে।
উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন সুলতানার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্পসারণ অধিদপ্তর নাটোর জেলার উপ-পরিচালক আব্দুল ওয়াদুদ কৃষি সম্পসারণ কর্মকর্তা মাহদি হাসান প্রমূখ।
প্রশিক্ষন অনুষ্ঠানে বক্তারা কৃষিকে বহুমুখি করনের লক্ষ্যে এবং মানব কল্যানে কন্দাল ফসলের গুরুত্ব তুলে ধরেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *