নাটোরের গুরুদাসপুরে বোমা আতঙ্ক

গুরুদাসপুর (নাটোর প্রতিনিধি) ঃ গুরুদাসপুরে বোমা আতঙ্ক বঙ্গবন্ধু টেকনিক্যাল ইনস্টিটিউটে ।

নাটোরের গুরুদাসপুরে সরকারি বঙ্গবন্ধু টেকনিক্যাল বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউটে শনিবার সকাল থেকে বোমা আতঙ্ক বিরাজ করছে। অধ্যক্ষের কার্যালয়ে সামনে একটি বড় কার্টুন প্লাস্টিক বস্তা দিয়ে মোড়ানো।
তাতে লেখা আছে প্রিন্সিপাল বঙ্গবন্ধু কলেজ, গুরুদাসপুর।

ঘটনাস্থলে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন আছে। সেখানে উৎসুক জনতার ভিড় ক্রমশ বাড়ছে। নাম প্রকাশে অনিচ্ছুক অনেকেই বলেছেন, ভীতি তৈরীর জন্য এটা একটি সাজানো নাটক হতে পারে। তবে অধ্যক্ষ সাইদুল ইসলাম সাঈদের ধারণা, তাকে মেরে ফেলার জন্য বা আতংক তৈরীর জন্য প্রতিপক্ষ জালাল শাহ ও বাবুল আক্তার এটা করেছে। জানা যায়, ২০০৮ সালে প্রতিষ্ঠার পর থেকে কলেজটির কর্তৃত্ব নিয়ে জালাল শাহ ও সাঈদের মধ্যে বিরোধ চলে আসছে।
জালাল শাহ বলেন, সাঈদ বঙ্গবন্ধু কলেজের কেউ না। হারানো অধ্যক্ষ পদ রক্ষার্থে এটা ওঁর কারসাজি হতে পারে। ঘটনাস্থলে নিয়োজিত পুলিশের এসআই মাসুদ রানা বলেন,নাটোর থেকে বোম ডিস্পোজাল টিম আসার পর আসল ঘটনা জানা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *