লালপুর প্রতিনিধিঃ
নাটোরের লালপুরে ৬ জন ব্যক্তি ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছে। আক্রান্ত ব্যক্তিরা উপজেলা স্বাস্থ্যা কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে। আজ বুধবার বেলা সাড়ে এগারোটার দিকে নাটোরের জেলা প্রশাসক শামীম আহম্মেদ উপজেলা স্বাস্থ্যা কমপ্লেক্সে পরিদর্শন করেন।এসময় তিনি ডেঙ্গু রোগীদের সাথে দেখা করেন ও তাদের আতংকে থাকতে নিষেধ করেন। এছাড়া তরল খাবার খাওয়ার জন্য পরার্মশ দেন। এসময় উপস্থিাত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শামীমা সুলতানা,উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসহাক আলী,ভাইস চেয়ারম্যান মনোয়ার হোসেন মনি,উপজেলা স্বাস্থ্যা কমপ্লেক্সের স্বাস্থ্যা ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: শাহাবউদ্দিন প্রমুখ।
লালপুরে ডেঙ্গু আক্রান্ত -৬
সম্পরকিত প্রবন্ধ