মেড ইন বাংলাদেশ উইক: প্রধানমন্ত্রী রোববার দেশে ব্র্যান্ডিং মেগা ইভেন্টের উদ্বোধন করবেন

 

ছবি ঃইন্টারনেট

ডেস্ক খবর ঃ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার সকালে ‘মেড ইন বাংলাদেশ সপ্তাহ ২০২২’ উদ্বোধন করবেন।জমকালো উদ্বোধনের পর, কার্নিভাল হলে “Experience the Transformation of RMG Towards Sustainability & Innovation” শিরোনামের একটি ডিসপ্লে জোন সন্ধ্যা ৬টা পর্যন্ত খোলা থাকবে বলে শনিবার বিকেলে এক সংবাদ সম্মেলনে বিজিএমইএ সভাপতি ফারুক হাসান জানান।বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের (বিআইসিসি) হল অব ফেমে সপ্তাহব্যাপী এ অনুষ্ঠানের উদ্বোধন করা হবে।প্রধানমন্ত্রী দুটি কফি টেবিল বইও উন্মোচন করবেন, যার ওপর চলতি বছরের শুরু থেকেই কাজ করছে বিজিএমইএ।“দ্য আনটোল্ড স্টোরিজ অব বাংলাদেশ আরএমজি ইন্ডাস্ট্রি: ইকোনমিক, সোশ্যাল অ্যান্ড এনভায়রনমেন্টাল গুড প্র্যাকটিসেস” শিরোনামের প্রথম বইটির লক্ষ্য বছরের পর বছর ধরে শিল্পে যে ইতিবাচক পরিবর্তন এসেছে তা তুলে ধরা।দ্বিতীয় বইটির নাম “বাংলাদেশের সৌন্দর্য” যার মাধ্যমে বিজিএমইএ বাংলাদেশের অদেখা সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করেছে।এই দুটি বই ছাড়াও অনুষ্ঠানের পর আরও দুটি কফি টেবিল বই বাজারে আনবে বিজিএমইএ। একটির শিরোনাম হবে “বাংলাদেশের ঐতিহ্য” এবং অন্যটি এমআইবি ফটোগ্রাফি পুরস্কারের জন্য প্রাপ্ত সমস্ত ছবি সংকলন করে প্রস্তুত করা হবে। “মেড ইন বাংলাদেশ উইক 2022 আমাদের ব্যক্তিগত অনুষ্ঠান নয়। আমরা বিজিএমইএকে ব্র্যান্ড করার জন্য এই আয়োজন করছি না, বরং পুরো শিল্প এবং বাংলাদেশের জন্য এটি আয়োজন করছি,” বলেন বিজিএমইএ প্রধান।তিনি যোগ করেন, “আমরা যদি তা করতে পারি তাহলে আমরা নিজেদেরকে সফল বলব।বিজিএমইএ সভাপতি বলেন, শনিবার সকালে কুর্মিটোলা গলফ ক্লাবে একটি গলফ টুর্নামেন্টের মধ্য দিয়ে মেগা ইভেন্ট “মেড ইন বাংলাদেশ উইক ২০২২” শুরু হয়েছে।দেশ-বিদেশের মানুষ, বিশেষ করে আন্তর্জাতিক ক্রেতা ও সহযোগীরা এই টুর্নামেন্টে যোগ দেন।“কেয়ার ফর ফ্যাশন” থিম নিয়ে সপ্তাহব্যাপী অনুষ্ঠানটি চলবে ১৮ নভেম্বর ২০২২ পর্যন্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *