শনিবার, ডিসেম্বর ৯, ২০২৩
spot_img
Homeঅপরাধ/আইনটাঙ্গাইলে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

টাঙ্গাইলে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

ডেস্ক খবরঃ
টাঙ্গাইলে ধর্ষণ মামলায় রবিন মিয়া (২৬) না‌মের এক যুবক‌কে যাবজ্জীবন কারাদণ্ড দি‌য়ে‌ছেন আদালত। সেই সা‌থে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। রবিবার (৭ আগস্ট) দুপু‌রে টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক খালেদা ইয়াসমিন এই রায় ঘোষণা ক‌রেন। দণ্ডিত রবিন মিয়া জেলার সখীপুর উপজেলার গজারচালা এলাকার শাহজাহান মিয়ার ছেলে। এই মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর আসামী দীপ্তি আক্তারকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সহকারী সরকারি কৌঁসুলি মোহাম্মদ আব্দুল কদ্দুস জানান, ২০১৬ সালের ৭ জুলাই সখীপুরের একটি মাদরাসার দশম শ্রেণির এক ছাত্রীকে রবিন মিয়া তাদের বাড়িতে কৌশলে ডেকে নিয়ে ধর্ষণ করেন। ওই দিনই ধর্ষণের শিকার ছাত্রীর মা বাদী হয়ে সখীপুর থানায় পাঁচজনকে আসামি করে মামলা দায়ের করেন। তদন্ত শেষে সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন ওই বছরের ১ সেপ্টেম্বর রবিন মিয়া ও দীপ্তি আক্তারের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন। রায় ঘোষণার সময় দণ্ডিত রবিন মিয়া আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে টাঙ্গাইল জেলা কারাগারে পাঠানো হয়।

 

সম্পরকিত প্রবন্ধ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত

সাম্প্রতিক মন্তব্য