‘হাওয়া’: প্রথম দিনেই বাজিমাত

‘হাওয়া’ দেখতে দর্শকের ভিড়

‘হাওয়া’ দেখতে দর্শকের ভিড়
ছবি: সংগৃহীত

রাজধানীর বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্স থেকে বিকেলের শো দেখে বের হচ্ছিলেন তুহিন রহমান নামের এক দর্শক। ছবিটি নিয়ে তাঁর মন্তব্য, ‘অনেক সুন্দর ছবি। সমুদ্রে একটি নৌকার মধ্যে কী সুন্দর গল্প বলেছেন পরিচালক। মনে হচ্ছিল যেন একসুতায় মালা গেঁথেছেন।’ মুক্তির প্রথম দিন বিনোদন অঙ্গনের অনেকেই ছবিটি দেখতে হাজির হয়েছিলেন। দেখার পর প্রতিক্রিয়া জানিয়েছেন তাঁদের অনেকে। অভিনেত্রী তানভীন সুইটি বলেন, ‘সকাল সকাল এসে এত সুন্দর একটি সিনেমা দেখলাম! আমার কাছে মনে হয়েছে, এই “হাওয়া” সিনেমার হাওয়াকে বদলে দেবে।’ অভিনেত্রী বাঁধন বলেন, ‘ভালো লাগার কথা ভাষায় প্রকাশ করতে পারছি না। মনে হয়, এই রেশ অনেক দিন রয়ে যাবে।’ প্রথম দিন দর্শকের সঙ্গে প্রথম শো দেখার পর এই প্রতিবেদকের কথা হয় ছবির চান মিয়া চরিত্রে অভিনয় করা চঞ্চল চৌধুরীর সঙ্গে। প্রতিক্রিয়া জানাতে গিয়ে কিছুটা আবেগপ্রবণ হন অভিনেতা, ‘ছবিটি নিয়ে হলভর্তি দর্শকের উন্মাদনা আমার চোখ ভিজিয়ে দিচ্ছিল। যখন ছবিটিতে কাজ করি, তখন মনে হয়েছিল, ভালো কিছু একটা হতে যাচ্ছে। কিন্তু দর্শক সিনেমাটিকে এই পর্যায়ে নিয়ে যাবেন, বুঝতে পারিনি। দর্শক আমাদের সবার হৃদয় ভিজিয়ে দিয়েছেন।’

‘হাওয়া’র গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন নাজিফা তুষি

‘হাওয়া’র গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন নাজিফা তুষি
ছবি: সংগৃহীত

খুশির আবেগে ছবির গুলতি চরিত্রের নাজিফা তুষি তো কথাই বলতে পারছিলেন না, ‘শুধু এতটুকু বলি, দর্শকের কাছে চিরকৃতজ্ঞ।’ স্টার সিনেপ্লেক্সে প্রতিদিন ২৭টি শো চলছে ‘হাওয়া’র। এ ছাড়া ব্লকবাস্টার সিনেমাসে ১৩টি, লায়ন সিনেমাসে ৮টি করে শো চলছে। খোঁজ নিয়ে জানা গেছে, প্রথম দিন সব কটিই ছিল হাউসফুল। এসব প্রেক্ষাগৃহে আগামী কয়েক দিনের সব টিকিট এর মধ্যেই বিক্রি হয়ে গেছে। ব্লকবাস্টার সিনেমাসের মার্কেটিং বিভাগের সহকারী ব্যবস্থাপক মাহবুব রহমান বলেন, ‘১৩টি করে শো চালাচ্ছি। সব হাউসফুল। আগামীকাল পর্যন্ত কোনো টিকিট নেই।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *