বড়াইগ্রামে গাঁজা ও প্রাইভেটকারসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে  আটক করেছে র‍্যাব-৫

 

নিজস্ব প্রতিবেদকঃ

নাটোরের বড়াইগ্রামে  ১৪.২ কেজি গাঁজা ও ০১টি প্রাইভেটকারসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে  আটক করেছে র‍্যাব-৫ । ১২ নভেম্বর ২০২২ তারিখ ০৩:০০ ঘটিকায় বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাটোর জেলার বড়াইগ্রাম থানাধীন রাজাপুর বাজার এলাকায় কোম্পানী অধিনায়ক, অতিঃ পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেন ও কোম্পানী উপ-অধিনায়ক, সহকারী পুলিশ সুপার মোঃ রফিকুল ইসলাম দ্বয়ের নেতৃত্বে নাটোর হতে দাসুরিয়া গামী মহাসাড়কের উপর চেকপোস্ট পরিচালনা করে প্রাইভেট কারের ইঞ্জিন এর নিচে বিশেষ কায়দায় আলাদা চেম্বার থেকে  গাঁজা উদ্ধার করা হয়।এ সময় ০২ জন মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করে র‍্যাব -৫ । আটক কালে তাদের কাছ থেকে  ১৪.০২ গাঁজা ও ০১টি সাদা করোলা  প্রাইভেটকার সহ ০২ টি মোবাইল ,০২ সিম কার্ড, ০১ টি মেমোরী কার্ড , এবং নগদ ৩,৪৭০ /- টাকা  -জব্দ করা হয় ।আটকৃতরা হলো  ১। মোঃ রহিদুল ইসলাম (৩৫) (ড্রাইভার), পিতা- মৃত আবুল হোসেন, মাতা- মৃত সাবিয়া বেগম, স্থায়ী সাং-পূর্ব বড়বাড়ি মরিসটারী (১৪নং ওয়ার্ড রংপুর পৌরসভা), থানা-কোতয়ালী, জেলা-রংপুর, এ/পি সাং- বালাটারি মিশন মোড়, থানা ও জেলা- লালমনিরহাট, ০২। মোঃ মুসা সরকার (২৮) (হেলপার), পিতা-মোঃ সোলেমান আলী, মাতা- মোছাঃ খায়রুন নেছা, সাং- সাহেবপাড়া রেল ষ্টেশনের পশ্চিম পার্শ্বে, (৩নং ওয়ার্ড লালমনিরহাট পৌরসভা), থানা ও জেলা- লালমনিরহাট ।আটককৃত ব্যক্তিদ্বয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান, তারা জব্দকৃত আলামত গাঁজা দেশের সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহ করে আইন-শৃংখলা বাহিনীর চোখকে ফাঁকী দিয়ে বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখে পরিবহন করছে বলে সাক্ষীদের সম্মুখে স্বীকার করে। গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয় পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন যাবৎ আইন-শৃংখলা বাহিনীর চোখকে ফাঁকী দিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে মাদক ক্রয় বিক্রয় করে আসছে।

উপরোক্ত ঘটনায় নাটোর জেলার বড়াইগ্রাম থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন।

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *