নাটোর সদর ও বড়াইগ্রামে র‌্যাবের অভিযানে ৫,৩৫৯ লিটার ভোজ্য তেল ও ১,৯৮,০০০ টাকা জরিমানা আদায়

নিজস্ব প্রতিবেদকঃ
র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র‌্যাব নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, মাদক, ছিনতাইকারীসহ কালোবাজারী ও অবৈধ মজুদদারদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় সিপিসি-২, নাটোর ক্যাম্প, র‌্যাব-৫, রাজশাহীর একটি অপারেশন দল ১১মে, ২০২২ ইং তারিখ ১৬.৩০ ঘটিকা হইতে ২২.৩০ ঘটিকা পর্যন্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দেশে চলমান ভোজ্য সয়াবিন তেলের কৃত্রিম সংকট নিরসনে নাটোর জেলার বড়াইগ্রাম থানাধীন মৌখাড়া বাজার ও সদর থানাধীন নিচা বাজার ও ষ্টেশন বাজারে কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেন, কোম্পানী উপ-অধিনায়ক সহঃ পুলিশ সুপার মোঃ রফিুকল ইসলাম এবং জনাব মোঃ মেহেদী হাসান তানভীর, সহকারী পরিচালক, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নাটোর জেলা কার্যালয় এর সহিত যৌথ অভিযান পরিচালনা করে পূর্বের মূল্যে ক্রয়কৃত সয়াবিন তেল পূর্বের মূল্যেই বিক্রয়ের নিয়ম থাকলেও তারা পূর্বের মূল্যে ক্রয়কৃত তেল বাড়তি মূল্যে বিμয় ও অবৈধ মজুদ রাখায় বড়াইগ্রাম থানাধীন মৌখাড়া বাজারস্থ মের্সাস নয়ন ডির্পাটমেন্টাল ষ্টোর এর গুদাম হতে ৩,০০০ লিটার সয়াবিন তেল জব্দ ও ১,০০,০০০/-টাকা জরিমানা এবং আল মামুন ষ্টোর হতে ০৯ লিটার সয়াবিন তেল জব্দ ও ১০,০০০/-টাকা জরিমানা করা হয়। পরবর্তীতে নাটোর জেলার সদর থানাধীন নিচা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে পূর্বের মূল্যে ক্রয়কৃত সয়াবিন তেল পূর্বের মূল্যেই বিক্রির নিয়ম থাকলেও তারা পূর্বের মূল্যে μয়কৃত তেল বাড়তি মূল্যে বিক্রয় ও অবৈধ মজুদ রাখায় কুন্ডু সাহা ষ্টোর হতে ১০ লিটার সয়াবিন তেল জব্দ ও ৮,০০০/- টাকা জরিমানা, সোনালী ষ্টোর হতে ৮৫ লিটার সয়াবিন তেল জব্দ ও ২০,০০০/- টাকা জরিমানা, মের্সাস লিটন ষ্টোর হতে ৫৫ লিটার সয়াবিন তেল জব্দ ও ১০,০০০/- টাকা জরিমানা এবং ষ্টেশন বাজারস্থ নিউ বেঙ্গল ট্রেডার্স এর দাম ও দোকান হতে ২,২০০ লিটার সয়াবিন তেল জব্দ ও ৫০,০০০/- টাকা জরিমানা করা হয়। উক্ত অভিযানে অবৈধভাবে তেল মজুদের দায়ে অভিযুক্ত দোকানদারগণকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ এবং ৪৫ ধারায় ১,৯৮,০০০/- টাকা জরিমানা ও মোট ৫,৩৫৯ লিটার সয়াবিন তেল জব্দ করা হয়। পরবর্তীতে জব্দকৃত সয়াবিন তেল সরকার নির্ধারিত পূর্বের মূল্যে স্থানীয় ব্যক্তিদের মধ্যে বিμি করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *