নাটোরে  ০২ টি পৃথক অভিযানে ০৭ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে র‍্যাব-৫ 

 

র‍্যাব -৫ এর অভিযানে আটক মাদক ব্যাবসায়ীদের ছবি

নিজস্ব প্রতিনিধি ঃ

নাটোরে  ০২ টি পৃথক অভিযানে ০৭ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৫ ।সেই সাথে জব্দ করেছে ২০৮০ লিটার চোলাইমদ ও ৯০০ গ্রাম গাঁজা  । ০৪ ডিসেম্বর ২০২২ তারিখ ০৮.০০ ঘটিকা হতে ০৯.০০ ঘটিকা পর্যন্ত বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতের‌্যাব-৫ সিপিসি-২, নাটোর ক্যাম্প, , রাজশাহীর একটি অপারেশন দল নাটোর জেলার গুরুদাসপুর থানাধীন চন্দ্রপুর তুলাধানা এলাকায় কোম্পানী অধিনায়ক, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেন ও কোম্পানী উপ-অধিনায়ক, সহকারী পুলিশ সুপার মোঃ রফিকুল ইসলাম দ্বয়ের নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে চোলাইমদ তৈরী, সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে (ক) ২০৮০ (দুই হাজার আশি) লিটার চোলাই মদসহ আসামী ১। শ্রী কমল চন্দ্র পাহাড়ী (৫০), পিতা- মৃত জতুু পাহাড়ী, ২। শ্রী মিলন পাহাড়ী (২৭), পিতা- মৃত সীতা পাহাড়ী, ৩। শ্রী নিপেন পাহাড়ী (৩৬), ৪। শ্রী স্বপন পাহাড়ী দুখু (২৫), উভয় পিতা- মৃত রবি পাহাড়ী, সর্ব সাং-চন্দ্রপুর তুলাধানা, থানা-গুরুদাসপুর ও জেলা- নাটোরগণ’কে গ্রেফতার করা হয়। পরবর্তীতে উল্লিখিত জব্দকৃত চোলাইমদ হতে ২৫০ (দুইশত পঁঞ্চাশ) মিঃলিঃ করে ১২টি প্লাস্টিকের বোতলে মোট ০৩ (তিন) লিটার চোলাইমদ  জব্দ করা হয়  নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ২৯(৩) ধারা অনুযায়ী ঘটনাস্থলে সাক্ষীদের উপস্থিতিতে নষ্ট করা হয়। উক্ত ঘটনায় নাটোর জেলার গুরুদাসপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণীর ২৪(গ)/৪১ ধারায় মামলা রুজু করা হয়েছে। অপর একটি অভিজানে  একই তারিখে  ১৯.০০ ঘটিকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাটোর জেলার সদর থানাধীন দক্ষিণ ডাঙ্গাপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে (ক) শুকনো গাঁজা ৯০০ গ্রাম, (খ) মোবাইল -০৩ টি, (গ) সিমকার্ড- ০৪ টি, (ঘ) মাদক বিক্রয়লব্ধ-৪৫৫/-টাকাসহ আসামী ১। মোঃ আলমগীর হোসন (২৫), পিতা- মৃত হানিফ আলী, ২। মোঃ আল-আমিন (২৫), পিতা- মোঃ ওসমান গনি, উভয় সাং- ঋষি নওগা (খোরশেদ মোড়), ৩। মোঃ রাশিদুল ইসলাম (১৯), পিতা- মোঃ রহেজ উদ্দিন মিয়া, সাং- লালমনিপুর (ডাঙ্গাপাড়া পুরাতন বাজার), সর্ব থানা ও জেলা- নাটোরদের গ্রেফতার করা হয়। পরবর্তীতে নাটোর জেলার সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণীর ১৯(ক)/৪১ ধারায় মামলা রুজু করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *