নাটোরে শিশুদের সুরক্ষায় আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদকঃ
শিশুদের সুরক্ষায় নাটোরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা সমাজসেবা কার্যালয় আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শামীম আহমেদ। জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ পরিচালক মোঃ মোস্তাফিজুর রহমান মূল প্রবন্ধ উপস্থাপন করে বলেন, আমাদের দেশে এখনও শিশুরা যৌন নির্যাতন, শিশুশ্রম, বাল্যবিয়ে এবং শৃংখলা শেখানোর নামে সহিংস আচরণ ও মানসিক শাস্তির শিকার হয়-যা শিশুদের ঝুঁকির মুখে ঠেলে দিচ্ছে। ১৪ বছরের কম বয়সী ১০ শিশুর মধ্যে ৯জন বাড়িতে নিয়মিত সহিংস আচরণের শিকার হয়। ৫১ শতাংশ কন্যা শিশুর বিয়ে হয়ে যাচ্ছে ১৮তম জন্মদিনের আগেই। এসব শিশুদের সুরক্ষা প্রদানে সমাজসেবা অধিদপ্তরের তিন হাজার সমাজসেবা কর্মী বাহিনী কাজ করছেন। শিশুদের সুরক্ষা প্রদানে সরকার চালু করেছে টোল ফ্রি চাইল্ড হেল্প লাইন ‘১০৯৮’। এ হেল্প লাইনের মাধ্যমে বিগত দুই বছরে তিন লাখ শিশুকে সহযোগিতা প্রদান করা হয়েছে বলে উল্লেখ করা হয় মূল প্রবন্ধে। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, আমাদের আগামী প্রজন্ম শিশুদের শারিরিক ও মানসিক বিকাশ নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে। শিশুদের সুরক্ষা প্রদানে আমাদের সকলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ নাদিম সারওয়ারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন রানী ভবানী সরকারি মহিলা কলেজের সমাজকর্ম বিভাগের প্রভাষক আজমেরী সুলতানা, শিক্ষাবিদ সুবিধ কুমার মৈত্র ও অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, নাটোর প্রেসক্লাবের সভাপতি ফারাজী আহম্মদ রফিক বাবন, বেসরকারি উন্নয়ন সংস্থা ‘আলো’র নির্বাহী পরিচালক শামীমা লাইজু নীলা ও ‘সাথী’র নির্বাহী পরিচালক শিবলী সাদিক, সমাজকর্মী আরাফাতুল রাবেয়া। সমাজকর্ম দিবস উপলক্ষে আলোচনা সভা ছাড়াও কালেক্টরেট ভবন চত্বরে শোভাযাত্রা বের করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *