নাটোরে যুব উন্নয়নের ভ্রাম্যমান প্রশিক্ষণ শুরু

নিজস্ব প্রতিবেদকঃ
জেলার বাগাতিপাড়া উপজেলায় যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে সপ্তাহ ব্যাপী ভ্রাম্যমান প্রশিক্ষণ শুরু হয়েছে আজ থেকে। সকাল দশটায় উপজেলার লক্ষণহাটী উচ্চ বিদ্যালয়ে প্রশিক্ষণের উদ্বোধন করেন যুব উন্নয়ন অধিদপ্তরের পরিচালক (প্রশিক্ষণ) খোন্দকার রুহুল আমীন। বেকার যুবদের কর্মসংস্থাান ও আত্নকর্মসংস্থাান সৃষ্টির লক্ষ্যে উপজেলা পর্যায়ে অপ্রাতিষ্ঠানিক (রাজস্ব) কর্মসূচীর আওতায় এই প্রশিক্ষণ আয়োজন করেছে যুব উন্নয়ন অধিদপ্তরের বাগাতিপাড়া উপজেলা কার্যালয়। এই কর্মসূচীর আওতায় এই ভ্রাম্যমান প্রশিক্ষণ চলতি অর্থ বছরে জেলার প্রথম প্রশিক্ষণ। জেলার প্রত্যেক উপজেলায় বিভিন্ন বিষয় ভিত্তিক সপ্তাহ ব্যাপী ১৪টি করে প্রশিক্ষণ আয়োজন করা হবে। প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব উন্নয়ন অধিদপ্তর নাটোর জেলা কার্যালয়ের উপ পরিচালক কে এম আব্দুল মতিন। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সোহেল রানা জানান, প্রশিক্ষণে ১২জন যুব এবং ১৮জন যুবা অংশগ্রহন করছেন। প্রশিক্ষণ সমাপনকারী সফল প্রশিক্ষণার্থীদের আত্নকর্মসংস্থাানের সুযোগ সৃষ্টিতে শুধুমাত্র সার্ভিস চার্জে যুব ঋণ প্রদান করা হবে বলে জানান সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এফ এ ওয়াশি বাপী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *