নাটোরে নকল স্বর্ণের মুর্তিসহ প্রতারক চক্রের ২ সদস্যকে আটক করেছে র‍্যাব-০৫

নিজস্ব প্রতিনিধি ঃ

নাটোরে নকল স্বর্ণের মুর্তিসহ প্রতারক চক্রের ২ সদস্যকে আটক করেছে র‍্যাব-০৫ । ০৬ জানুয়ারি ২০২৩ তারিখ সিপিসি-২, নাটোর ক্যাম্প, র‌্যাব-৫, রাজশাহীর একটি আভিযানিক দল ১২:৩০ ঘটিকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাটোর জেলার সদর থানাধীন পূর্ব হাগুরিয়া গ্রামে কালিগঞ্জ হতে দিঘাপাতিয়া গামী রাস্তায় কোম্পানী অধিনায়ক, অতিঃ পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেন ও কোম্পানী উপ-অধিনায়ক, সহকারী পুলিশ সুপার মোঃ রফিকুল ইসলাম দ্বয়ের নেতৃতে চেকপোষ্ট পরিচালনা করে (ক) নকল স্বর্ণের মূতি- ০১ টি, (খ) মোবাইল- ০২ টি, (গ) সীমকার্ড- ০২ টিসহ ১। মোঃ ফেরদৌস মন্ডল (৬০), পিতা- মৃত আনসার মন্ডল, সাং-লক্ষ্মীমন্ডল (জিয়ানগর ইউনিয়ন পরিষদের পাশে), থানা-দুপচাচিয়া, জেলা- বগুড়া, ২। মোঃ মজিদ প্রামাণিক (৪৫), পিতা- মৃত বাছেদ প্রামাণিক, সাং- মাটিকাটা (ভুলবাড়িয়া প্রাথমিক বিদ্যালয়ের পাশে), থানা- সিংড়া, জেলা- নাটোরদ্বয়’কে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় যে, তারা সংঘবদ্ধ প্রতারক চক্রের সদস্য। তারা পরস্পর যোগসাজশে দেশের বিভিন্ন এলাকার লোকজনকে মিথ্যা প্রলোভন দেখিয়ে বিভিন্ন লোকের নিকট হইতে সোনালী রংয়ের পুতুলকে স্বর্নের পুতুল বলে বিশ্বাস করিয়ে প্রতারণার মাধ্যমে অর্থ গ্রহন পূর্বক কথিত স্বর্নের পুতুল প্রদান করিয়া লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে মর্মে জানায়।উপরোক্ত ঘটনায় নাটোর জেলার সদর থানায় মামলা রুজু করা হয়েছে।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *