নাটোরে ছাতনী ইউনিয়নে উন্মুক্ত বাজেট ঘোষণা

 

নিজস্ব প্রতিনিধি ঃ নাটোর সদর উপজেলার ছাতনী ইউনিয়ন পরিষদের ২০২৩-২৪ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ মে) বিকেলে ইউনিয়ন পরিষদ চত্বরে এক বাজেট অনুষ্ঠানে ইউপি সচিব মো: দুলাল উদ্দিন জনসম্মুখে এই বাজেটটি পেশ করেন। এতে মোট ৯৮ লাখ ৪১ হাজার ৪০০ টাকার বাজেট ঘোষণা করা হয়। বাজেটে রাজস্ব খাত থেকে মোট আয় দেখানো হয়েছে ৬৮ লাখ ৪১ হাজার ৪০০ টাকা ও উন্নয়ন খাতে ৩০ লাখ টাকা। অপরদিকে রাজস্ব খাতে ব্যয় দেখানো হয়েছে ৬৬ লাখ ৩৩ হাজার ৩৮০ টাকা এবং উন্নয়ন খাতে ব্যয় দেখানো হয়েছে ৩০ লাখ টাকা। মোট উদ্বৃত্ত তহবিল দেখানো হয়েছে ২ লাখ ৮ হাজার ২০ টাকা। বাজেটে যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য, মানব সম্পদ উন্নয়ন, দুর্যোগ ব্যবস্থাপনা, পরিবেশ এবং নারী ও প্রতিবন্ধী উন্নয়ন খাতকে সর্বাধিক গুরুত্ব দেয়া হয়েছে। বাজেট অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান, সদস্য, সংরক্ষিত মহিলা সদস্য, শিক্ষক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। বাজেট অনুষ্ঠানে বিভিন্ন পেশাজীবির মানুষ সমস্যা ও সম্ভাবনার কখা তুলে ধরে বাস্তবায়নের দাবী জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *