নাটোরের শিবপুর এলাকা হতে বিপুল পরিমাণ চোলাই মদসহ চারজন আটক

 

নিজস্ব প্রতিবেদক :

নাটোরের শিবপুর এলাকা থেকে বিপুল সংখ্যা চোলাই মদসহ চারজন আটক করেছে র‌্যাব। আজ ৩১ অক্টোবর সোমবার সকাল বেলা ৬ টা হতে সাড়ে আটটা পর্যন্ত সদর থানার মাঝদীঘা শিবপুর এলাকায় অভিযান চালিয়ে তিন হাজার আটশত আশি লিটার চোলাই মদসহ তাদের আটক করা হয়।আটককৃতরা হলো, মাঝদিঘা শিবপুর পুর্বপাড়া এলাকার মৃত কারলুস সরেন এর ছেলে সিলবানুস সরেন(৫০), সিলবানুস সরেনের ছেলে শুভ সরেন (২৬), ইসাহাক হাসদার ছেলে রুবেল হাসদা(২৯)  শিবপুর মিশন পশ্চিম পাড়া এলাকার মতিলাল হেমব্রমের পোলা মার্সেল হেমব্রম(৬০)। র‌্যাব জানায়, গুপ্ত খবরের ভিত্তিতে সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন  কোম্পানি উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার রফিকুল ইসলামের নেতৃত্বে র‌্যাবের ১টি বিশেষ দল সদর উপজেলায় পৃথক ২ টি স্থানে অভিযান পরিচালনা করে। এসময় চোলাইমদ তৈরী, সংরক্ষণ  বিক্রয়করার অভিযোগে তিন হাজার আটশত আশি লিটার চোলাই মদসহ  সিলবানুস সরেন, কল্যাণ সরেন, রুবেল হাসদা, মার্সেল হেমব্রমকে আটক করা হয়। আটককৃতরা উপস্থিত সাক্ষী এবং স্থানীয়দের উপস্থিতিতে চোলাইমদ তৈরি, সংরক্ষণ এবং বিক্রয়সহ বহিরাগত মাদকসেবীদের কাছে নিত্য বিক্রয় করে আসতে চলেছে বলা হয় স্বীকার করে।
পরবর্তীতে উক্ত চোলাইমদ পঁচনশীল, নোংরা  বহনের দুর্বল হওয়ায় ঘটনাস্থলে সাক্ষীদের উপস্থিতিতে নষ্ট করা হয়  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আটকৃতিদের বিরুদ্ধে মামলা দায়েরের পর নাটোর সদর থানায় হস্তান্তর করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *