তরকারিতে তেল বেশি দেয়ায় স্ত্রীর আঙুল কর্তনকারী স্বামী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদকঃ
নাটোরে তরকারিতে তেল বেশি দেয়ায় স্ত্রী মুক্তি বেগমের (৩০) হাতের সাতটি আঙুল কেটে দেয়ার অভিযোগে স্বামী আব্দুল হাইকে (৪৫) গ্রেফতার করেছে র‌্যাব। আজ বুধবার দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে নাটোর র‌্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। আহত মুক্তি বেগম বর্তমানে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ঘটনাটি ঘটেছে রোববার দুপুরে নাটোর সদর উপজেলার বড় হরিশপুর ইউনিয়নের চেয়ারম্যান পাড়া এলাকায়। র‌্যব জানান, ১৩ বছর আগে সদর উপজেলার বড় হরিশপুর এলাকার মৃত ফজলুর রহমানের ছেলে আব্দুল হাইয়ের সাথে সদর উপজেলার আটঘরিয়া গ্রামের মৃত জয়নাল আবেদিনের মেয়ে মুক্তি বেগমের বিয়ে হয়। তাদের সংসারে বৃষ্টি (১১) ও স্বাধীন (৮) নামের দুই ছেলেমেয়ে রয়েছে। বিয়ের পর থেকে তুচ্ছ ঘটনা নিয়ে আব্দুল হাই স্ত্রী মুক্তি বেগমকে নির্যাতন করে আসছিলেন। তারপর সন্তানদের মুখের দিকে তাকিয়ে স্ত্রী মুক্তি সব সহ্য করে চলছিলেন। গত রোববার দুপুরে তরকারি রান্না করার সময় তেল বেশি দেয়াকে কেন্দ্র করে আব্দুল হাই ক্ষিপ্ত হয়ে ধারালো হাঁসুয়া দিয়ে স্ত্রী মুক্তি বেগমকে এলোপাতাড়ি কুপিয়ে দুই হাতের ৭টি আঙুল কেটে দেন। এ সময় মুখসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে রক্তাক্ত জখম করে চলে যান। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসে। সেখানে অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যালল কলেজ হাসপাতালে পাঠানো হয়। মঙ্গলবার রাতে র‌্যাব অভিযান চালিয়ে সদর উপজেলার হালসা ইউনিয়নের সুলতানপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *