জাতীয় শোক দিবস উপলক্ষে নাটোরে শিমুল এমপি’র দিনব্যাপী কর্মসূচি

নিজস্ব প্রতিবেদকঃ
নাটোর সদর ও নলডাঙ্গা আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের উদ্যোগে মাসব্যাপি শোক দিবসের বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। শোকাবহ আগস্টে সারা দেশের ন্যায় কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে আওয়ামী লীগ ও তার সহযোগী, ভ্রাতৃপ্রতিম ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক- রাজনৈতিক সংগঠন যথাযোগ্য মর্যাদা, শ্রদ্ধা, ভালোবাসা ও ভাবগম্ভীর পরিবেশে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় শোক দিবস পালন করছে। এ উপলক্ষে স্থাানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল সর্বস্তরের নেতাকর্মী সমর্থক এবং সকল সহযোগী, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনসমূহের প্রতি দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের আহ্বান জানিয়েছে। একইসঙ্গে আওয়ামী লীগের সব সাংগঠনিক উপজেলা, পৌর, ইউনিয়ন, ওয়ার্ডসহ সমস্ত শাখার নেতৃবৃন্দকে জাতীয় শোকদিবস উপলক্ষে গৃহীত কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে সঙ্গতি রেখে নাটোর জেলা আওয়ামী লীগের পাশাপাশি মাসব্যাপী কর্মসূচি পালনের অনুরোধ জানানো হয়েছে।এরমধ্যে ১৫ই আগষ্ট সকাল ০৯.০০ ঘটিকায় কান্দিভিটাস্থা মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব শফিকুল ইসলাম শিমুল মহোদয়ের নিজ বাসভবনে কালো পতাকা, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন। সকাল ০৯.১০ মিনিট বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ। সকাল ০৯.১৫ মিনিট সকল শহীদদের স্মরণে নিরবতা পালন। সকাল ০৯.২০ মিনিট দোয়া ও মোনাজাত। সকাল ০৯.৩০ নাটোর সদর উপজেলা ছাত্রলীগের উদ্দ্যোগে স্বেচ্ছা রক্তদান কর্মসূচী। সকাল ১০.০০ শোক র‌্যালী-সংসদ সদস্যের বাসভবন হইতে। সকাল ১০.৩০ মিনিটে কানাইখালী পুরাতন বাসষ্ট্যান্ডে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আলোচনা সভা, আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চূয়ালী উপস্থিাত থাকবে সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। সকাল ১১.০০ মিলাদ মাহফিল, দোয়া ও মোনাজাত। দুপুর ১২.৩০ মিনিটে উন্নত মানের খাবার বিতরন। সন্ধ্যা ৭. ৩০ মিনিটে বিভিন্ন মন্দির ও গীর্জায় বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *