গুরুদাসপুরে নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন

গুরুদাসপুর প্রতিনিধিঃ
নিরাপদ সড়কের দাবিতে নাটোরের গুরুদাসপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল (৩০ মে) সোমবার সকালে গুরুদাসপুর নাগরিক সমাজের উদ্যোগে ঘন্টা ব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। সস্প্রতি সারা বাংলাদেশসহ গুরুদাসপুরে সড়ক দুর্ঘটনা বেড়ে যাওয়ায় নিরাপদ সড়কের দাবিতে ‘পথ চলা যেন মৃত্যুর ফাঁদ না হয়ে হয় যেন শান্তির’ এই স্লোগানে মানববন্ধন অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় থানা চত্বরে মানববন্ধনে অংশ নেন সমাজ সেবক, শিক্ষক, ছাত্র-ছাত্রী, সাংবাদিক, ব্যবসায়ীসহ নানান শ্রেণী পেশার মানুষ। উক্ত মানববন্ধনে বক্তব্যে রাখেন প্রভাষক নাছরিন সুলতানা রুমা, জাহাঙ্গীর আলম, সমাজ সেবক আহসান হাবিব, কলেজ ছাত্র রাফিউল আলম, মোহাম্মদ আলী রুবেল, তারেক হাসান প্রমুখ। বক্তব্যে বক্তারা দাবি করেন, লক্কর ঝক্কর মার্কা মেয়াদোত্তীর্ণ গাড়ি রাস্তায় চলাচল বন্ধ করতে হবে। লাইসেন্সবিহীন ড্রাইভারের হাতে গাড়ি চালতে দেওয়া যাবে না। বেপরোয়া গাড়ি চলাচল বন্ধ করতে হবে। ট্রাফিক আইন মানতে আইনি ব্যবস্থাা গ্রহণ করতে হবে। মাদক ও নেশাখোরদের হাতে গাড়ি চালানোর দায়িত্ব দেয়া বন্ধ করতে হবে, রাস্তায় অবৈধ মালামাল রাখা এবং যেখানে সেখানে গাড়ি পার্কিং করা বন্ধ করতে হবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থাা গ্রহণ করতে হবে। যাত্রীদের সাথে অসদাচারণ বন্ধ করতে হবে, অবৈধ গাড়ি চলাচল বন্ধ করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *