গুরুদাসপুরে চোলাইমদ তৈরি, সংরক্ষণ ও বিক্রয়ের দায়ে গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদকঃ
সিপিসি-২, নাটোর ক্যাম্প, র‌্যাব-৫, রাজশাহীর একটি অপারেশন দল গতকাল শনিবার (৬ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭ টায় নাটোরের গুরুদাসপুর থানার গজেন্দ্র চাপিলা গ্রামে অভিযান পরিচালনা করে চোলাইমদ তৈরি, সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। ধৃতরা হলো-গুরুদাসপুরের মহারাজপুরের মৃত কার্তিক পাহানের ছেলে রাজেন্দ্র পাহান (৬০) ও মৃত ধনা পাহানের ছেলে সুরেশ পাহান ছেলে (৫০)। আসামীদের কাছ থেকে চোলাই মদ এক হাজার লিটার জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামীদ্বয় সাক্ষী ও স্থানীয়দের উপস্থিতিতে চোলাইমদ তৈরি, সংরক্ষণ ও বহিরাগত মাদকসেবীদের নিকট নিয়মিত বিক্রয় করে আসছে বলে স্বীকার করে । পরবর্তীতে উল্লিখিত জব্দকৃত চোলাইমদ হতে ২৫০ (দুইশত পঁঞ্চাশ) মি.লি. করে ৮ টি প্লাস্টিকের বোতলে মোট ০১ (এক) লিটার চোলাইমদ রাসায়নিক পরীক্ষা ও বিজ্ঞ আদালতে বিচারিক কাজের জন্য প্রেরণ করা হয়।
অবশিষ্ট চোলাইমদ পঁচনশীল, দুর্গন্ধযুক্ত ও বহনের অযোগ্য হওয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ২৯(৩) ধারা অনুযায়ী ঘটনাস্থলে সাক্ষীদের উপস্থিতিতে নষ্ট করা হয়। নাটোর জেলার গুরুদাসপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণীর ২৪(গ)/৪১ ধারায় মামলা রুজু করা হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *