ইউক্রেনকে বিপুল পরিমাণ সামরিক সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে হামলা চালিয়ে আসছে রাশিয়া। রুশ বাহিনীকে প্রতিহত করতে ইউক্রেনকে সামরিক সহায়তা দিয়ে আসছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা মিত্ররা। যুক্তরাষ্ট্র আরও ২৭ কোটি ডলারের সামরিক সহায়তা ইউক্রেনকে দেওয়ার ঘোষণা দিয়েছে। গতকাল শুক্রবার হোয়াইট হাউস থেকে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।ওই বিবৃতিতে বলা হয়, সামরিক ও আর্থিক সহায়তা বাবদ ইউক্রেনকে প্রাথমিকভাবে চার হাজার ৮২০ কোটি ডলার প্রদানের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। গত মে মাসে ইউক্রেনের জন্য সহায়তা বরাদ্দ বিষয়ক একটি বিলও পাস হয় কংগ্রেসে।সেই বিল অনুসারে, প্রাথমিকভাবে বরাদ্দ এই সহায়তার মধ্যে ৮২০ কোটি ডলার দেবে প্রেসিডেন্ট জো বাইডেনের নেতৃত্বাধীন প্রশাসন। বাকি চার হাজার কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্রের আইনসভা কংগ্রেস।হোয়াইট হাউসের বিবৃতিতে বলা হয়েছে, বরাদ্দ করা সে অর্থ থেকেই ২৭০ মিলিয়ন ডলারের সামরিক সহায়তা ইউক্রেনকে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।এই সামরিক সহায়তা প্যাকেজে রয়েছে চারটি হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম (এইচআইএমএআরএস) ও ৫৮০টি অত্যাধুনিক ফনিক্স ঘোস্ট ড্রোন (চালকবিহীন বিমান)।
সূত্র: আল জাজিরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *