আমেরিকা ও দক্ষিণ কোরিয়ার ২৪০ যুদ্ধবিমান নিয়ে বিশাল মহড়া

 

ডেস্ক খবরঃ

আমেরিকা ও দক্ষিণ কোরিয়া কমপক্ষে ২৪০টি যুদ্ধবিমান নিয়ে সোমবার হতে সুবিশাল ধরনের মহড়া চালু করেছে। এ মহড়া চলবে আগামী শুক্রবার পর্যন্ত ।উত্তর কোরিয়ার সঙ্গে যখন আমেরিকা এবং দক্ষিণ কোরিয়ার সামরিক উত্তেজনার মধ্যে দুই রাষ্ট্র এ মহড়া আরম্ভ করল।‘দ্য ভিজিল্যান্ট স্টর্ম’ নাম দেওয়া হয়ে গিয়েছে যৌথ এ মহড়ার উত্তর কোরিয়া অন্য কোনো পরমাণু অস্ত্র পরীক্ষা করতে পারে এরূপ আশঙ্কার ভিতরে এ মহড়া চালাচ্ছে দুই দেশ।এর ভিতরে রয়েছে মার্কিন নির্মিত এফ-৩৫এ স্টিলথ যুদ্ধবিমান, এফ-১৫কে ও কেএফ-১৬ যুদ্ধবিমান।এতে যুক্ত থাকতেছে দক্ষিণ কোরিয়ার প্রায় ১৪০টি যুদ্ধবিমান।এর সাথে যুক্ত হওয়ার কথা রয়েছে অস্ট্রেলিয়ার বিমান। তাদের মোতায়েন করার কথা কেসি-৩০এ ট্যাংকার ট্রান্সপোর্ট।
এফ-৩৫বি যুদ্ধবিমান ও বিপুলসংখ্যক ইলেকট্রনিক ওয়্যারফেয়ার, ট্যাংকার বিমান, অধিক উঁচুতে চলমান যুদ্ধবিমান ইউ-২।আমেরিকা পাঠিয়েছে প্রায় ১০০ যুদ্ধবিমান।মার্কিন বিমানবাহিনীর মতে, দক্ষিণ কোরিয়া ও আমেরিকা মহড়ার মধ্যে প্রায় ১৬০০ অভিযান চালাবে। অন্যদিকে দক্ষিণ কোরিয়ার বিমানবাহিনী বলেছে, উত্তর কোরিয়ার উসকানির জবাবে দুই দেশ অপারেশন ও কৌশলগত সক্ষমতা বৃদ্ধি করবে।সর্বশেষ এরূপ মহড়া প্রথম সংঘটিত হয়েছিল ২০১৫ সালে। সেই সময় এই অপারেশনের নাম দেওয়া হয়েছিল ‘ভিজিল্যান্ট এইস’।খবর রয়টার্সের

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *