আদালত অবমাননার অভিযোগে ইমরানের বিচার শুরুর সিদ্ধান্ত

কী বলেছিলেন ইমরান খান

পিটিআই নেতা শাহবাজ গিলকে রিমান্ডে নির্যাতন করায় ইসলামাবাদ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), উপমহাপরিদর্শক (ডিআইজি) এবং বিচারককে ‘ছাড় না দেওয়ার’ হুমকি দেন দলটির চেয়ারম্যান। একই সঙ্গে তাঁদের বিরুদ্ধে মামলা করারও ঘোষণা দেন।সমাবেশে ইমরান খান বলেন, ‘আমরা আইজি ও ডিআইজিকে ছাড়ব না।’ শাহবাজ গিলের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ জেবা চৌধুরী। তাঁকে হুমকি দিয়ে পিটিআই চেয়ারম্যান বলেন, তাঁরও (জেবা চৌধুরী) প্রস্তুত থাকা উচিত। কারণ, তাঁর বিরুদ্ধেও মামলা করা হবে।এদিকে ইমরান খানকে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়তে রোববার রাত থেকে বিক্ষোভ শুরু করেন পিটিআইয়ের নেতা-কর্মীরা। সোমবার সকালে তাঁর বানিগালা বাসভবনের সামনে অবস্থান নেন তাঁরা। পিটিআই চেয়ারম্যানকে গ্রেপ্তার করে ‘রেড লাইন’ ছাড়িয়ে না যেতে সরকারের প্রতি হুঁশিয়ারি দেন দলটির নেতারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *