‘হাওয়া’র সুবাতাসের মধ্যেই ‘কারাগার’ নিয়ে হইচই

দেশজুড়ে এখন ‘হাওয়া’ সিনেমার সুবাতাস বইছে। মেজবাউর রহমান সুমন পরিচালিত এই সিনেমার ‘সাদা সাদা কালা কালা’ গানটি এখন মানুষের মুখে মুখে। গল্প ও নির্মাণের পাশাপাশি চঞ্চল চৌধুরী, নাজিফা তুষি, শরিফুল রাজের অভিনয় যেন মানুষের মন জয় করে নিয়েছে। বলা যায়, দেশের মানুষ এখন ‘হাওয়া’য় মত্ত।তবে এর মধ্যেই নেটদুনিয়ায় শুরু হয়েছে ‘কারাগার’ ওয়েব সিরিজ নিয়ে হইচই। যা মুক্তি পাবে চলতি মাসের ১৯ তারিখ ভারতীয় প্লাটফর্ম হইচই’-এ। মুক্তির আগে তারা ইতিমধ্যেই প্রকাশ করেছে একটি টিজার। আর তা দিয়েই দর্শক হৃদয়ে দারুণ সাড়া ফেলেছে সিরিজটি। সঙ্গে জন্ম দিয়েছে নানা কৌতুহলের।‘তাকদীর’খ্যাত নির্মাতা আহমেদ শাওকীর পরিচালনায় এই ওয়েব সিরিজের প্রধান চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। আর সাধারণ দর্শকদের কৌতুল যেন তাকে নিয়েই।প্রকাশিত প্রথম টিজারে দেখা যায়, একটি কারাগার, সেল নম্বর ১৪৫। যা গত ৫০ বছর ধরে বন্ধ। আর সেই বন্ধ সেলের ভেতরেই ২৫০ বছর ধরে টিকে আছে একজন কয়েদি। কিন্তু সেটা কীভাবে সম্ভব? আর সেই কয়েদিই হচ্ছে চঞ্চল। টিজারটি প্রকাশের পরপরই তার ছড়িয়ে পরে নেটদুনিয়া। বিভিন্ন মাধ্যমে শেয়ার, ভিউ আর লাইক’র সংখ্যা যেন জানান দিচ্ছে দর্শক এটি দেখার জন্য কতটা মুখিয়ে আছে।নির্মাতার কথায়ও রয়েছে নানা রহস্যের গল্প। তার ভাষ্য,‘কারাগার মূলত বাংলাদেশের পার্টিকুলার একটি ইতিহাসের গল্প। যেটা বলতে গিয়ে আমরা মিস্ট্রি জনরাকে টুল হিসেবে ব্যবহার করেছি।’সিরিজের টিজারে দেখা যায়, ২৫০ বছর ধরে কারাগারে বন্দী চঞ্চল চৌধুরী! আবার সেখানেই প্রশ্ন তোলা হয়েছে, সে কি মানুষ নাকি ভূত? উত্তরে শাওকী বলেন, ‘চঞ্চল চৌধুরীর চরিত্রটি হিস্টোরিক্যাল। মূলত তিনি গুরুত্বপূর্ণ হিস্ট্রির সাক্ষী। রহস্যময় তো বটেই। তবে সেটার জট খুলবে আর কিছুদিন পর। এটি নিয়ে এখন কথা না বলাই ভালো।’টিজারে চঞ্চল চৌধুরীর মুখে শোনা যায়, মীরজাফরকে তিনি খুন করেছেন! কিন্তু ইতিহাস বলছে মীরজাফর মারা গিয়েছিলেন কুষ্ঠ রোগে। তাহলে কী গল্পে ভুল কোনো তথ্য তুলে ধরা হয়েছে? উত্তরে এই নির্মাতা বলেন, ‘এমন আরও অনেক বিষয় নিয়ে টিজারে কথা উঠেছে। আমরা এর সব উত্তর দিয়েছি সিরিজে। ভুল ‍কিছু তুলে ধরিনি। সিরিজটি দেখলেই দর্শকদের কাছে তা স্পষ্ট হয়ে যাবে।’‘কারাগার’ সিরিজটির রহস্য জানতে যোগাযোগ করা হয় জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীর সঙ্গে। তবে এ বিষয়ে এখন মুখ খুলতে নারাজ তিনি। এই অভিনেতার ভাষ্য, ‘সকল প্রশ্নের জবাব পাবেন সিরিজটি উন্মুক্ত হওয়ার পর। আগে বলে দর্শকদের মন ভাঙতে চাই না।’এদিকে, ‘কারাগার’ ওয়েব সিরিজের গল্প লিখেছেন নেয়ামত উল্লাহ মাসুম। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- আফজাল হোসেন, ইন্তেখাব দিনার, বিজরী বরকতউল্লাহ্‌, তাসনিয়া ফারিণ, এফ এস নাঈম, শতাব্দী ওয়াদুদ, জয়ন্ত চট্টোপাধ্যায়, এ কে আজাদ সেতুসহ অনেকে।অন্যদিকে, দেশের মানুষের মন জয় করে এবার ‘হাওয়া’ সিনেমাটি যাচ্ছে বিদেশে। প্রযোজনা প্রতিষ্ঠান সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড’র ব্যানারে মুক্তিপ্রাপ্ত সিনেমাটি এবার প্রদর্শিত হবে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, কানাডা ও আমেরিকায়। সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, নাজিফা তুষি, শরিফুল রাজ, নাসির উদ্দিন খান, সুমন আনোয়ার, সোহেল মণ্ডল প্রমুখ।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *