শুক্রবার, ডিসেম্বর ৮, ২০২৩
spot_img
Homeঅন্যান্যখেলার খবরশেষ দিনে বেয়ারস্টো-তাণ্ডব, সিরিজ ইংল্যান্ডের

শেষ দিনে বেয়ারস্টো-তাণ্ডব, সিরিজ ইংল্যান্ডের

2224581 1

লক্ষ্য ২৯৯! টেস্ট জিততে হলে পঞ্চম ও শেষ দিনে এই রান তাড়া করতে হবে ৭২ ওভারের মধ্যেই। সেই দুরূহ সমীকরণ ২২ ওভার হাতে রেখেই মিলিয়ে ফেলল ইংল্যান্ড। ভয়ডরহীন ব্যাটিং করে নিউজিল্যান্ডের বিপক্ষে ৫ উইকেটের জয় তুলে নিল বেন স্টোকসরা। ট্রেন্টব্রিজে রান তাড়া করতে নেমে ২৬তম ওভারে ৯৩ রানে ৪ উইকেট পড়ে ইংল্যান্ডের। অ্যালেক্স লিস (৪৪), জ্যাক ক্রাউলি (০), ওলি পোপ (১৮) ও জো রুটকে (৩) হারিয়ে ধুঁকছিল ইংল্যান্ড। এরপরই নিউজিল্যান্ডকে পাল্টা আক্রমণ করেন জনি বেয়ারস্টো ও অধিনায়ক বেন স্টোকস। দুজনের মিলে ১২১ বলে গড়েন ১৭৯ রানের জুটি। মাত্র ৭৭ বলে শতক পূরণ করেন বেয়ারস্টো। শেষ পর্যন্ত তিনি থামেন ৯২ বলে ১৩৬ রান করে। কম যাননি বেন স্টোকসও। ৭০ বলের ৭৫ রান করে ম্যাচটি শেষ করে আসেন তিনি। আর বেন ফোকস অপরাজিত থাকেন ১২ রানে। কিউই বোলাররা সবই খেয়েছেন বেধড়ক পিটুনি, ওভারপ্রতি সাড়ে চারের (৪.৫০) নিচে রান দেননি কেউই। মাইকেল ব্রেসওয়েল তো ৮ ওভারেই দিয়েছেন ৬০ রান। টিম সাউদি খরচ করেছেন ১১ ওভারে ৬৭। আর তিন উইকেট পেলেও ট্রেন্ট বোল্ট দিয়েছেন ১৬ ওভারে ৯৪ রান। লর্ডসের পর এবার ট্রেন্টব্রিজেরও জয়। ফলে এক ম্যাচ হাতে রেখেই তিন ম্যাচের টেস্ট সিরিজ জিতে নিয়েছে ইংলিশরা। স্থায়ী অধিনায়ক হিসেবে নিজের প্রথম সিরিজেই বাজিমাত করলেন বেন স্টোকস।

সম্পরকিত প্রবন্ধ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত

সাম্প্রতিক মন্তব্য