শুক্রবার, ডিসেম্বর ৮, ২০২৩
spot_img
Homeসমগ্র নাটোরলালপুর থেকে ইয়াবাসহ এক যুবক আটক

লালপুর থেকে ইয়াবাসহ এক যুবক আটক

WhatsApp Image 2022 08 18 at 7.14.14 PM 1

লালপুর প্রতিনিধিঃ
নাটোরের লালপুর থেকে ইয়াবা সহ রাকিবুল হাসান (২৭) নামের এক যুবককে আটক করেছে র‌্যাব। গত বৃহস্পতিবার রাত আটটার দিকে তাকে ১,৪৮২ পিস ইয়াবাসহ উপজেলার ঘাটচিলান এলাকা থেকে আটক করা হয়। আটক রাকিবুল হাসান উপজেলার টিটিয়া পাড়া এলাকার জনৈক আবু সাঈদের ছেলে। র‌্যাব-৫ সিপিসি-২ নাটোর ক্যাম্পের প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কোম্পানী অধিনায়ক, অতিঃপুলিশ সুপার ফরহাদ হোসেন এবং কোম্পানী উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার রফিকুল ইসলামের নেতৃত্বে র‌্যাবের একটি বিশেষ অপারেশন দল ১৮ আগস্ট বৃহস্পতিবার রাত আটটার দিকে উপজেলার ঘাট চিলান সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পূর্ব পাশে রাস্তার উপর একটি চেকপোষ্ট পরিচালনা করে। এ সময় মোটরসাইকেল যোগে রাকিবুল হাসান সেখানে পৌঁছালে র‌্যাব সদস্যরা তার গতিরোধ করে। পরে তার দেহ তল্লাশি করে ১,৪৮২ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে। এ সময় তার ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়। র‌্যাব আরো জানায়, রাকিবুল হাসান একজন পেশাদার মাদক ব্যবসায়ী। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর লালপুর থানায় হস্তান্তর করা হয়।

সম্পরকিত প্রবন্ধ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত

সাম্প্রতিক মন্তব্য