শুক্রবার, ডিসেম্বর ৮, ২০২৩
spot_img
Homeসমগ্র নাটোরলালপুর ত্রি-বার্ষিক সম্মেলনে পুনরায় সভাপতি ঝুলফু

লালপুর ত্রি-বার্ষিক সম্মেলনে পুনরায় সভাপতি ঝুলফু

LalpurNatore News pic 27.07.2022
সাধারণ সম্পাদকে নতুন মুখ লুলু
স্টাফ রিপোর্টার,লালপুর,২৭ জুলাই:
নাটোরের লালপুর উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন পুনরায় সভাপতি আফতাব হোসেন ঝুলফু ও সাধারণ সম্পাদক পদে নতুন মুখ রোকনুল ইসলাম লুলু নির্বাচিত হয়েছেন। আজ বুধবার লালপুর ডিগ্রী কলেজ মাঠে আয়োজিত সম্মেলনে দ্বিতীয় অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ,এইচ এম খায়রুজ্জামান লিটন তাদের নাম ঘোষনা করেন।এছাড়া সহ-সভাপতি হিসেবে আ,স,ম মাহামুদুল হক মুকুল,সহ-সাধারণ সম্পাদক শামীম আহাম্মেদ সাগরের নাম ঘোষনা করা হয়। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এস,এম কামাল হোসেন, কেন্দ্রীয় স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা: রোকেয়া সুলতানা, কেন্দ্রীয় সদস্য ও রাজশাহী বরেন্দ্র প্রকল্পের চেয়ারম্যান আক্তার জাহান,সদস্য সৈয়দ আবুল আওয়াল শামীম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি, নাটোর জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, স্থানীয় সাবেক সংসদ সদস্য এ্যাড: আবুল কালাম আজাদ, স্থানীয় সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল, মহিলা সংরক্ষিত আসনের সংসদ সদস্য রত্না আহাম্মেদ, মহিলা সংরক্ষিত আসনে সাবেক সংসদ সদস্য শেফালী মমতাজ, যুবলীগ কেন্দ্রীয় কমিটির কার্য্য নির্বাহী সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক প্রচার সম্পাদক আরিফুল ইসলাম উজ্জ্বল,ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য সাইফুল ইসলাম সেন্টু, কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক আতিকুল হক,পররাষ্ট্র বিষয়ক উপ কমিটির সদস্য সিলভিয়া পারভিন লেনিন প্রমুখ। ###

সম্পরকিত প্রবন্ধ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত

সাম্প্রতিক মন্তব্য