শুক্রবার, ডিসেম্বর ৮, ২০২৩
spot_img
Homeবিনোদনযে কারণে সংবাদমাধ্যমের ওপর ক্ষেপেছেন আনুশকা

যে কারণে সংবাদমাধ্যমের ওপর ক্ষেপেছেন আনুশকা

111114 bangladesh pratidin Anushka

সংবাদমাধ্যমের ওপর বেজায় ক্ষেপেছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ও ভারতের তারকা ক্রিকেটার বিরাট কোহলির স্ত্রী আনুশকা শর্মা। অনুমতি ছাড়াই আবারও তাদের মেয়ে ভামিকার ছবি প্রকাশ করায় চটেছেন তিনি। ইনস্টাগ্রামে ক্ষোভ উগরে দিয়ে আনুশকা লিখেছেন, “অন্যান্য মিডিয়া হাউজ এবং পাপারাৎজির থেকে কিছু শিখুন।” সদ্যই মালদ্বীপ থেকে ছুটি কাটিয়ে ফিরেছেন আনুশকা ও বিরাট কোহলি। বিমানবন্দরে তারকা জুটির সঙ্গে লেন্সবন্দি করা হয় তাদের একমাত্র মেয়ে ভামিকা। এরপরই অনুমতি না নিয়ে পোস্ট করে দেওয়া হয় কোহলি-তনয়ার ছবি। অতীতেও এমনই সমস্যার মুখে পড়েছেন দুই তারকা। বিরাট কোহলির খেলা দেখতে গিয়েই ঘটে বিপত্তি। জানুয়ারি মাসে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার ম্যাচ চলাকালীন গ্যালারিতে আনুশকা শর্মার কোলে দেখা গিয়েছিল মেয়ে ভামিকাকে। অর্ধশত রান হওয়ার পরই গ্যালারির দিকে তাকিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন কোহলি। আর ঠিক তখনই ক্যামেরা ধরে ফেলে বহু দিন ধরে সযত্নে আড়ালে রাখা ভামিকাকে। ঝড়ের বেগে ছড়িয়ে পরে কোহলি-আনুশকার সন্তানের ছবি। এরপরই এক বিবৃতি প্রকাশ করে দু’জনে অনুরোধ করেন, তাদের মেয়ের ছবি প্রকাশ্যে না আনতে। জানিয়েছিলেন, তারা পুরো ঘটনাটি সম্পর্কে অবহিত ছিলেন না। আনুশকা-কোহলি লেখেন, “ক্যামেরা যে আমাদের দিকে তাক করা ছিল, সেটা বুঝতে পারিনি। দয়া করে ভামিকার ছবি ব্যবহার করবেন না, প্রকাশ করবেন না। এর কারণ আমরা আগেই জানিয়েছি।” ভামিকার জন্মের আগে এক সাক্ষাৎকারে আনুশকা জানিয়েছিলেন, আর পাঁচটি বাচ্চার মতো করেই মেয়েকে মানুষ করতে চান তিনি। তাই আলোকবৃত্ত থেকে আগাগোড়াই দূরে রেখেছিলেন তাকে। এত সাবধানতার পরও শেষমেশ ব্যর্থ হন তারা। সূত্র: হিন্দুস্তান টাইমস

সম্পরকিত প্রবন্ধ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত

সাম্প্রতিক মন্তব্য