মৌসুমের শুরুতেই লিভারপুলের জন্য বড় দুঃসংবাদ

৭ আগস্ট ফুলহামের বিপক্ষে ম্যাচে চোটে পড়ার পর থিয়াগো

৭ আগস্ট ফুলহামের বিপক্ষে ম্যাচে চোটে পড়ার পর থিয়াগো
এএফপি

২০২০ সালে ২ কোটি ৫০ লাখ পাউন্ডে বায়ার্ন থেকে লিভারপুলে যোগ দেওয়ার পর থেকেই দলের মাঝমাঠের বড় আস্থা হয়ে উঠেছেন থিয়াগো। তবে পাশাপাশি তাঁর চোটপ্রবণতাও ভুগিয়েছে দলকে। প্রথম মৌসুমে (২০২০-২১) লিভারপুলের হয়ে লিগের ৩৮ ম্যাচের মধ্যে ২৪টি খেলতে পেরেছেন, পরের মৌসুমে খেলেছেন ২৫ ম্যাচ।গত মৌসুমে ম্যানচেস্টার সিটির চেয়ে ১ পয়েন্ট পিছিয়ে থেকে রানার্স আপ হয়েছে লিভারপুল। যে ১০টি ম্যাচে লিভারপুল পয়েন্ট হারিয়েছে, এর মধ্যে ৮টি খেলতে পারেননি থিয়াগো।মৌসুমের শুরুতেই থিয়াগোকে না পাওয়া হবে লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপের জন্য বড় ধাক্কা। এমনিতেই চোটের কারণে মাঝমাঠে আগে থেকে নেই অ্যালেক্স অক্সলেড-চেম্বারলেইন ও কার্টিস জোনস। চোট থেকে ফেরার প্রক্রিয়ায় আছেন নাবি কেইটা।

৭ আগস্ট ফুলহামের বিপক্ষে ম্যাচে চোটে পড়ে মাঠ ছাড়ছেন থিয়াগো

৭ আগস্ট ফুলহামের বিপক্ষে ম্যাচে চোটে পড়ে মাঠ ছাড়ছেন থিয়াগো
এএফপি

এখন যদি চোট থেকে সেরে উঠতে মাঝ-সেপ্টেম্বর পর্যন্ত সময় লাগে তাঁর, তাহলে লিগে ছয়টা ম্যাচ খেলতে পারবেন না তিনি। এই সময়কালে লিভারপুল খেলবে ক্রিস্টাল প্যালেস, ম্যানচেস্টার ইউনাইটেড, বোর্নমাউথ, নিউক্যাসল, এভারটন ও উলভসের বিপক্ষে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *