শনিবার, ডিসেম্বর ৯, ২০২৩
spot_img
Homeঅন্যান্যমেট্রোরেলে থাকবে স্টেশন প্লাজা, রাখা যাবে প্রাইভেট কার

মেট্রোরেলে থাকবে স্টেশন প্লাজা, রাখা যাবে প্রাইভেট কার

প্রকল্পের অগ্রগতি

২০১২ সালে মেট্রোরেল প্রকল্প নেওয়া হলেও কাজ শুরু হয় ২০১৬ সালের দিকে। গত জুলাই পর্যন্ত উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত নির্মাণকাজের অগ্রগতি ৮১ দশমিক ৭০ শতাংশ। উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত কাজের অগ্রগতি ৯৩ দশমিক ৮৬ শতাংশ। এ পথে এখন মেট্রোরেল পরীক্ষামূলকভাবে চলাচল করছে। এর মধ্যে জাপান থেকে ১৫ সেট ট্রেন ঢাকায় এসেছে। আরও ৯ সেট ট্রেন আসবে।মেট্রোরেল পরিচালনার জন্য চালক, স্টেশন নিয়ন্ত্রকসহ বিভিন্ন পদে লোকবল নিয়োগ দেওয়া হয়েছে। চলছে দেশে-বিদেশে প্রশিক্ষণ। মেট্রোরেলের চালকের মধ্যে একজন নারীও রয়েছেন। এ ছাড়া আরেকজন নারী আছেন স্টেশন নিয়ন্ত্রক পদে।এম এ এন সিদ্দিক প্রথম আলোকে বলেন, ডিসেম্বরে আগারগাঁও পর্যন্ত ট্রেন চালুর লক্ষ্যে সব প্রস্তুতি চলছে। ব্যয় বৃদ্ধির বিষয়ে তিনি বলেন, প্রকল্প নেওয়ার পর একবার সংশোধন করা হলেও ব্যয় বাড়েনি। এখন কাজ বেড়েছে, জমি অধিগ্রহণ ও সরকারের ভ্যাট-কর বেড়েছে। এর জন্য ব্যয় বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে।

সম্পরকিত প্রবন্ধ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত

সাম্প্রতিক মন্তব্য