
জাতীয় ডেস্ক ঃআগামী চার থেকে পাঁচ দিন সারাদেশে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে বুধবার জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর (বিএমডি)।
বিএমডির দৈনিক আবহাওয়া বুলেটিনে বলা হয়েছে, “দেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে, চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টি/বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। মঙ্গলবার সকাল ৯টা থেকে ২৪ ঘণ্টায় দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু টেকনাফ উপকূল পর্যন্ত অগ্রসর হতে পারে।