ইন্ডিয়া টুডের সঙ্গে এক সাক্ষাৎকারে সঞ্জয় জানান আটকের পর আরিয়ানের প্রতিক্রিয়া। আরিয়ান তাঁকে বলেন, ‘আমাকে আন্তর্জাতিক মাদক চোরাকারবারি বলা হলো। আমি নাকি মাদক চোরাচালানের অর্থ জোগানদাতা। এসব কি বাজে অভিযোগ নয়? গ্রেপ্তারের সময় তাঁরা আমার কাছে কোনো মাদক পায়নি। আমার সঙ্গে যা হয়েছে সেটা ভুল, এটা আমার সুনাম নষ্ট করেছে। আমি কেন সপ্তাহের পর সপ্তাহ জেলে কাটাব? এটা আমার প্রাপ্য ছিল না।
নির্দোষ প্রমাণিত হলেও ওই ঘটনার রেশ কাটিয়ে উঠতে বেশ সময় লেগেছে আরিয়ানের। তবে এরপর তিনি কাজে ফিরেছেন। এ বছর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ক্রিকেটের খেলোয়াড় নিলামে কলকাতা নাইট রাইডার্সের হয়ে সক্রিয় ভূমিকা রাখেন। চলতি বছরের ফেব্রুয়ারিতে জানা যায়, লেখক হিসেবে অভিষেক হচ্ছে তাঁর। একটি ওটিটির সঙ্গে ওয়েব সিরিজ নিয়ে কথাবার্তা বলছেন তিনি। এ ছাড়া একটি সিনেমার চিত্রনাট্য লেখার কাজেও ব্যস্ত শাহরুখপুত্র। ছবিটি প্রযোজনা করবে শাহরুখের প্রযোজনা সংস্থা রেড চিলিজ এন্টারটেইনমেন্ট। সবকিছু ঠিক থাকলে আরিয়ানের লেখা সিরিজের এ বছর শুটিং শুরু হতে পারে।