মহান বিজয় দিবসে মাননীয় প্রধানমন্ত্রীর বঙ্গবন্ধুর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন

 

ডেস্ক খবর ঃ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৫২তম বিজয় দিবস উপলক্ষে আজ সকালে রাজধানীর উপকণ্ঠ সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। পুষ্পস্তবক অর্পণের পর তিনি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।এই উপলক্ষে রাষ্ট্রীয় স্যালুট যখন বাগলস শেষ পোস্ট খেলেছিল।দলের সিনিয়র নেতৃবৃন্দের পাশে, ক্ষমতাসীন আওয়ামী লীগের (আ.লীগ) সভাপতি শেখ হাসিনা দলীয় প্রধান হিসেবে জাতীয় স্মৃতিসৌধে আরেকটি পুষ্পস্তবক অর্পণ করেন।সেখানে রাখা ভিজিটর বুকেও প্রধানমন্ত্রী স্বাক্ষর করেন।পরে অন্যান্য রাজনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন।এরপর তিনি রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর রোডে গিয়ে স্বাধীনতার স্থপতির প্রতি শ্রদ্ধা জানাতে সেখানে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে জাতির পিতার প্রতিকৃতিতে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি হিসেবে পৃথকভাবে পুষ্পস্তবক অর্পণ করেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।পুষ্পস্তবক অর্পণের পর জাতির পিতার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি।নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর ৫১ বছর আগে যেদিন পাকিস্তানি হানাদার বাহিনীর হাত থেকে দেশ স্বাধীন হয়েছিল, সেই দিন জাতি আজ ৫২তম বিজয় দিবস উদযাপন করছে, বাঙালির সবচেয়ে মূল্যবান দিন। ত্রিশ লাখ মানুষের সর্বোচ্চ আত্মত্যাগ এবং দুই লাখ নারীর সম্ভ্রমের বিনিময়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর একটি স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশের জন্ম হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *