শুক্রবার, ডিসেম্বর ৮, ২০২৩
spot_img
Homeবিনোদনভয়ে ঘুমাতে পারছেন না মাহি

ভয়ে ঘুমাতে পারছেন না মাহি

Mahi Movie

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকাদের অন্যতম মাহিয়া মাহি। অভিনয়ের পাশাপাশি বর্তমানে তিনি ব্যস্ত আছেন ব্যবসায়িক কাজেও। গাজীপুর চৌরাস্তার প্রধান সড়কে ‘ফারিশতা’ নামে তার রেস্তোরাঁ জোরকদমেই এগিয়ে যাচ্ছে। আর ব্যক্তি জীবনে স্বামী কামরুজ্জামান সরকার রাকিবকে নিয়ে বেশ ভালোই দিন কাটছে তার।তবে এর মধ্যেই মাহির এক স্ট্যাটাস সবাইকে ভাবিয়ে তুলেছে। আজ শনিবার দুপুরে মাহি তার ফেসবুকে লিখেছেন, ‘ইয়া আল্লাহ, ভুলায় দাও। ভয়ে আমি ঘুমাতে পারিনা।’ সঙ্গে হাতজোড় করা একটি ইমোজিও দিয়েছেন এই চিত্রনায়িকা।কি কারণে মাহির এমন পোস্ট। আর এমন কি ঘটনা ঘটেছে যা ভুলতে চান তিনি। এসব জানতে একাধিকবার তার মোবাইল ফোনে কল করা হলে কোনো সাড়া পাওয়া যায়নি।উল্লেখ্য, ২০১৬ সালে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে ভালোবেসে বিয়ে করেন মাহি। গত বছরের ২২ মে পাঁচ বছরের বিবাহিত সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেন এই অভিনেত্রী। এরপরই রাকিবের সঙ্গে সম্পর্কে জড়ানোর বিষয়টি আলোচনায় আসে। এরপর ১৩ সেপ্টেম্বরের শুরুতেই কামরুজ্জামান সরকার রাকিবকে বিয়ে করেন মাহি। গত বছর শেষ দিকে স্বামী রাকিবের সঙ্গে ওমরাহ করতে যান মাহি।

সম্পরকিত প্রবন্ধ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত

সাম্প্রতিক মন্তব্য