বিশ্বজিৎ হত্যা: ১০ বছর পর ঢাকায় আটক পলাতক আসামি

 

জাতীয় ডেস্ক ঃ

রাজধানীর মোহাম্মদপুরের হুমায়ুন রোড থেকে বহুল আলোচিত বিশ্বজিৎ হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মীর মোঃ নুর আলম ওরফে লিমনকে (৩৫) গ্রেফতার করেছে র‌্যাব।

সোমবার (১৯ ডিসেম্বর) সকালে র‌্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ও সিনিয়র এএসপি মোঃ ফজলুল হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে র‌্যাবের একটি দল মোহাম্মদপুরের হুমায়ুন রোড এলাকায় অভিযান চালিয়ে নূরে আলম ওরফে লিমনকে আটক করে।গ্রেফতারকৃত মীর মোঃ নুর আলম ওরফে লিমন রংপুরের পীরগাছা উপজেলার বাসিন্দা ও নুরুল ইসলামের ছেলে।২০১২ সালের ৯ ডিসেম্বর দিবালোকে বিশ্বজিৎকে কুপিয়ে হত্যার পর থেকে নুর আলম ১০ বছর ধরে পলাতক ছিলেন।

ওই ঘটনায় সূত্রাপুর থানায় হত্যা মামলায় ২১ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বিচারিক প্রক্রিয়া শেষে ২০১৩ সালের ১৮ ডিসেম্বর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪ নূরে আলম ওরফে লিমনসহ আটজনকে মৃত্যুদণ্ড ও ১৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়।

পরে হাইকোর্ট মৃত্যুদণ্ডপ্রাপ্ত আট আসামির মধ্যে দুজনকে খালাস দেন এবং লিমনসহ চারজনের মৃত্যুদণ্ড যাবজ্জীবনে পরিবর্তন করেন। হাইকোর্টের রায় ঘোষণার সময় মীর মোঃ নূরে আলম ওরফে লিমন পলাতক ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *