বাগাতিপাড়ায় বড়দিন উৎসব অনুষ্ঠিত

 


বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি ঃ
নাটোরের বাগাতিপাড়ায় আদিবাসী সম্প্রদায়ের আয়োজনে পাঁচটি স্থাানে বড়দিন উৎসবের আয়োজন করা হয়েছে। রবিবার সকাল দশটায় পাঁচুড়িয়া ভেরোনিকা গীর্জায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার মধ্যদিয়ে উদ্বোধন হয়েছে বলে জানান আদিবাসী সংগঠনের উপজেলা শাখার সভাপতি ইম্মানুয়েল সরেন। পাঁচুড়িয়ায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাদার প্রভাষ রোজারীও। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিাত ছিলেন, উপজেলা প্রেসক্লাব’র সদস্য নিশাতুর রহমান জিম ও ইমতিয়াজ আহম্মেদ আরাফাত। এছাড়াও উপজেলার রাঙ্গামাটি গ্রামের দু’টি স্থাানে, খাটখৈইর ও ডুমরই বড়দিন উৎসবের আয়োজন করা হয়। যীশুখ্রীষ্ট্রের জন্মদিন উপলক্ষে প্রতিবছর এসব স্থাানে আদিবাসী মেয়েদের বিশেষ নৃত্যানুষ্ঠান, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *