বাগাতিপাড়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ

 


বাগাতিপাড়া প্রতিনিধিঃ
নাটোরের বাগাতিপাড়ায় কৃষি প্রণোদনা কর্মসূচী ২০২২-২৩ অর্থবছরে খরিপ মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে গ্রীষ্মকালিন পেঁয়াজ বীজ, সার ও অন্যান্য উপকরণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার পরিষদ চত্তরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ১০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে এসব প্রণোদনা বিতরণ করা হয়। বিতারণকালে ইউ.এন.ও (ভারপ্রাপ্ত) সুরাইয়া মমতাজ’র সভাপতিত্বে ও কৃষি কর্মকর্তা এম হাসান আলী’র সঞ্চালনায় উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণের উপ-পরিচালক আব্দুল ওয়াদুদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল ও উপজেলা প্রেসক্লাব’র আহŸায়ক আরিফুল ইসলাম তপু প্রমুখ। পরে পৌরসভা ও ৫ টি ইউনিয়নে ১০০ জন কৃষককে ১ কেজি পেঁয়াজ বীজ, ২০ কেজি ডিএপি, ২০কেজি এমওপি সার, পলিথিন, সুতলী ও ১’শ গ্রাম বালাইনাশক বিতরণ করা হয়। পাশাপাশি জমি প্রস্তুত, সেচ, বাঁশ ক্রয় ও শ্রমিক খরচ বাবদ সকলকে ‘বিকাশ’ এর মাধ্যমে নগদ ২ হাজার ৮শ’ টাকা প্রদান করা হবে বলে নিশ্চিত করা হয়।
উল্লেখ্য, গত ২৬ অক্টোবর এসব বিতরণের প্রস্তুতি নিলে নাইলন সুতলীর পরিবর্তে প্লাস্টিকের সুতলী দেয়া হচ্ছে বলে কৃষকরা আপত্তি করে। এরপর বিতরণ স্থগিত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *