শুক্রবার, ডিসেম্বর ৮, ২০২৩
spot_img
Homeসমগ্র নাটোরবড়াইগ্রামবড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত-২

বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত-২

 

images

বরাইগ্রাম (নাটোর প্রতিনিধি )ঃ নাটোরের বড়াইগ্রামে ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। গতকাল বুধবার রাত ১০ টার দিকে উপজেলার গড়মাটি কলোনী এলাকায় এ দূর্ঘটনাটি ঘটে।

 

নিহতরা হল,উপজেলার গড়মাটির এলাকার সেনা সদস্য ডাবলু হোসেনর ছেলে মনন হোসেন ও একই উপজেলার রাজাপুর গ্রামের আবির হোসেন।

নাটোরের বড়াইগ্রামের বনপাড়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক আলিমুল ইসলাম ও স্থানীয়রা জানান, গড়মাটি বাজার থেকে মনন হোসেন মোটর সাইকেলে করে রাজাপুরের বন্ধু আবির হোসেনকে তার বাড়ীতে পৌঁছে দেওয়ার  জন্য যাচ্ছিল। পথে গড়মাটি এলাকায় নাটোর-পাবনা মহাসড়কে বিপরীত দিক থেকে আসা একটি মাল বোঝাই ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। পরে ট্রাকটি নিয়ন্ত্রন হারিয়ে সড়কের পাশের একটি গাছের সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই বন্ধুর মত্যু হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে। তবে ট্রাকটি রেখে পালিয়ে যায় চালক ও তার সহযোগী। ট্রাকের চালককে আটকের জন্য পুলিশ অভিযান শুরু করেছে।

 

 

 

 

 

 

 

সম্পরকিত প্রবন্ধ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত

সাম্প্রতিক মন্তব্য