প্রেসিডেন্ট নির্বাচন প্রক্রিয়া শুরু করেছে শ্রীলঙ্কা

শ্রীলঙ্কায় নতুন প্রেসিডেন্ট নির্বাচনের উদ্দেশে দেশটির পার্লামেন্টে আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হয়েছে। আগামী ২০ জুলাই প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আবারও জানিয়েছেন দেশটির পার্লামেন্টের স্পিকার মাহিন্দা ইয়াপা আবেবর্ধনে।আল জাজিরা জানায়, শ্রীলঙ্কার সাবেক প্রধানমন্ত্রী গোতাবায়া রাজাপাকসে তীব্র বিক্ষোভের মুখে দেশ ছেড়ে প্রথমে মালদ্বীপ পরে সিঙ্গাপুর পালিয়ে গিয়েছেন। সেখান থেকে তিনি তার পদত্যাগপত্র স্পিকারকে পাঠান।গতকাল শনিবার কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে দেশটির পার্লামেন্টের অধিবেশন শুরু হয়। গত শুক্রবার এ অধিবেশনে যোগ দিতে সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছিলেন স্পিকার মাহিন্দা ইয়াপা আবেবর্ধনে।প্রায় শতাধিক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সশস্ত্র অবস্থায় সংসদ ভবনের প্রবেশমুখে অবস্থান নেয়। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সর্বোচ্চ সতর্ক অবস্থান রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।অধিবেশন শুরুর পর গোতাবায়ার পদত্যাগপত্র সংসদ সদস্যদের পড়ে শোনান স্পিকার। তারপর আগামী এক সপ্তাহের মধ্যে নতুন প্রেসিডেন্ট নির্বাচনের আনুষ্ঠানিক প্রক্রিয়া সমাপ্তের অঙ্গীকার করেন তিনি।অন্যদিকে, পদত্যাগপত্রে দেশের অর্থনীতির নাজুক পরিস্থিতির জন্য তার আগের সরকারের ওপর দোষ চাপান গোতাবায়া। এছাড়া, করোনা মহামারীর কারণে দেশটিতে পর্যটকের সংখ্যা কমে যাওয়া এবং রেমিট্যান্সের হার কমে যাওয়ার জন্য এ পরিস্থিতি তৈরি হয়েছে বলে উল্লেখ করেন তিনি।গোতাবায়া আরও বলেন, চলমান সংকট সমাধানে তিনি সম্ভাব্য সব পদক্ষেপ গ্রহণ করেছিলেন। এমনকি একটি সর্বদলীয় সরকার গঠনের জন্য সংসদ সদস্যদেরও আহ্বান জানিয়েছি।এর আগে, গত শুক্রবার সাবেক প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহেকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দেন স্পিকার। যদিও রনিলের পরিবর্তে অন্য কাউকে প্রেসিডেন্ট হিসেবে নিয়োগের দাবিতে আন্দোলন করছে বিক্ষোভকারীরা। তবে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে নির্বাচন করতে পারেন রনিল বিক্রমাসিংহে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *