শনিবার, ডিসেম্বর ৯, ২০২৩
spot_img
Homeবিনোদনপূর্ণিমার বিয়ের বিষয়ে যা বললেন সাবেক স্বামী

পূর্ণিমার বিয়ের বিষয়ে যা বললেন সাবেক স্বামী

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা। সিনেমা, নাটক, টেলিফিল্ম কিংবা উপস্থাপনা সব জায়গাতেই সমানতালে দাপিয়ে বেড়ানো একজন গুণী অভিনেত্রী তিনি। বরাবরের মতোই ভক্তদের চমকে দিতে ভালোবাসেন পূর্ণিমা। কখনো তার সাবলীল উপস্থাপনা, কখনো বা অবলীলায় কোনো তারকা অভিনেত্রীকে অনুকরণ করে ভক্তদের আকর্ষণ কেড়ে নেন বাংলা চলচ্চিত্রের এই সুদর্শনা। এবারো ভক্ত-অনুরাগীদের দৃষ্টি, আকর্ষণের কেন্দ্রবিন্দু পূর্ণিমা। দর্শকদের চমকে দিয়ে নিজের দ্বিতীয় বিয়ের খবর জানান দিলেন গণমাধ্যমে। বিয়ের পিঁড়িতে বসেছেন তিনি। মার্কেটিং বিভাগের উচ্চপদস্থ এক কর্মকর্তাকে করেছেন জীবনসঙ্গী। পাত্রের নাম আশফাকুর রহমান রবিন। গত ২৭ মে দুই পরিবারের সম্মতিতে সম্পন্ন হয় বিয়ের আনুষ্ঠানিকতা।

 

তবে তার এই বিয়ের খবর আগে থেকেই জানেন বলে জানিয়েছেন পূর্ণিমার সাবেক স্বামী আহমেদ জামাল ফাহাদ। গতকাল রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি লিখেন, ‘আমাকে খবর দিতে হবে না। আমি আগেই জানি। সব ঠিক আছে। এমনটা মানুষের জীবনে ঘটে। এই খবর (বিয়ের) আমি জানি। তার জন্য শুভ কামনা। আমার মেয়েকে প্রার্থনায় রাখবেন।’ দ্বিতীয় বিয়ে প্রসঙ্গে পূর্ণিমা জানিয়েছেন, তিন বছরের বন্ধুত্ব আমাদের। দুই পরিবার আমাদের মতামতকে গুরুত্ব দেয়। ২৭ মে পারিবারিকভাবে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। জানা গেছে, পূর্ণিমার স্বামী আশফাকুর রহমান রবিন, পেশায় দেশের বহুজাতিক একটি কোম্পানির মার্কেটিং বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তা। লেখাপড়া করেছেন সিডনির একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে। সেখানে থেকে উচ্চতর ডিগ্রি নিয়েছেন। বিয়ের পর তারা রাজধানীর একটি অভিজাত এলাকায় একত্রে বসবাস করছেন। ২০০৭ সালের ৪ নভেম্বর পারিবারিকভাবে আহমেদ জামাল ফাহাদ নামের একজনকে বিয়ে করেন পূর্ণিমা। ২০১৪ সালের ১৩ এপ্রিল তিনি প্রথম কন্যা সন্তানের মা হন। তার মেয়ের নাম আরশিয়া উমাইজা।

সম্পরকিত প্রবন্ধ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত

সাম্প্রতিক মন্তব্য