শুক্রবার, ডিসেম্বর ৮, ২০২৩
spot_img
Homeসমগ্র নাটোরনাটোরে রেল লাইনের ধারে মরদেহ পড়ে ছিল নুরসাদের

নাটোরে রেল লাইনের ধারে মরদেহ পড়ে ছিল নুরসাদের

q3lhx324realline

নিজস্ব প্রতিবেদকঃ
নাটোরে নুরসাদ প্রামানিক নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার(১৩ অগষ্ট) সকালে সদর উপজেলার ছাতনি ইউনিয়নের কালিকাপুর আমহাটি এলাকায় রেল লাইনের ধার থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নুরসাদ ওই এলাকার রূপচাঁদ মিয়ার ছেলে এবং পেশায় একজন দিনমজুর ছিলেন। নাটোর সদর থানার ওসি (তদন্ত) আবুল কালাম আজাদ ও নিহতের পরিবারের সদস্যরা জানায়, শুক্রবার সন্ধ্যার দিকে নুরসাদ বাড়ী থেকে বের হয়ে যায় । এরপর রাতে সে আর বাড়ীতে ফিরে আসেনা। অনেক রাতেও নুরসাদ বাড়ীতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা বিভিন্নস্থাানে তাকে খোঁজাখুজি করে কোন সন্ধ্যান পায়না তার। শনিবার সকালে স্থাানীয়রা নুরসাদের মরদেহটি রেল লাইনের পাশে পড়ে থাকতে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থালে যাওয়ার আগেই মরদেহটি স্থাানীয় মসজিদে নিয়ে রেখে দেয় এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থাল পরিদর্শন করে এবং মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। মরদেহের শরীরে শুধু মাত্র মাথায় জখমের চিহ্ন রয়েছে। যেহেতু রেলের সীমানায় মরদেহ পাওয়া গেছে তাই রেলওয়ে পুলিশের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

সম্পরকিত প্রবন্ধ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত

সাম্প্রতিক মন্তব্য