শনিবার, ডিসেম্বর ৯, ২০২৩
spot_img
HomeUncategorizedনাটোরে মানবাধিকার বিষয়ক রাজশাহী বিভাগীয় মতবিনিময় সভা অনুষ্ঠিত

নাটোরে মানবাধিকার বিষয়ক রাজশাহী বিভাগীয় মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদকঃ
মানবাধিকার সমুন্নত রাখতে রাজশাহী বিভাগীয় মতবিনিময় সভা নাটোরে অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল দশটা থেকে স্থাানীয় একটি রেস্তোরাঁয় আয়োজিত সভায় আটটি জেলার বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থাার নেতৃবৃন্দ দিনব্যাপী সভায় অংশগ্রহন করেন। সভায় বক্তারা বলেন, উন্নয়নের পরিপূরক সুশাসন। আর এই সুশাসন নিশ্চিত করতে মানবাধিকার পরিস্থিাতি সমুন্নত রাখতে হবে। এই লক্ষ্যে দেশের সকল জেলায় চার দশকের অধিক সময় ধরে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থাা কাজ করে যাচ্ছে, অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছে। আটটি মানবাধিকার সংগঠনের নেতৃবৃন্দের পারস্পরিক মতবিনিময় সভার মাধ্যমে সংস্থাার কার্যক্রম আরো শাণিত হবে বলে বক্তারা আশা প্রকাশ করেন। মানবাধিকার বাস্তবায়ন সংস্থাা নাটোর জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আব্দুল ওহাব এর সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রাজশাহীর এডভোকেট আমজাদ হোসেন, চাঁপাইনবাবগঞ্জের এডভোকেট মোয়াজ্জেম হোসেন মেহেদী, বগুড়ার জিল্লুর রহমান, নওগাঁর কিউ এম সাঈদ টিটো, সিরাজগঞ্জের রফিক সরকার, পাবনার আব্দুর রউফ এবং জয়পুরহাটের এডভোকেট সালামত আলী। নাটোর প্রেসক্লাবের সভাপতি ফারাজী আহম্মদ রফিক বাবন সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন।

সম্পরকিত প্রবন্ধ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত

সাম্প্রতিক মন্তব্য