নাটোরে মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতি সভা

 

নিজস্ব প্রতিনিধিঃ

নাটোর, ১৭ নভেম্বর, ২০২১ (বাসস) : তোপধ্বনী, জাতীয় পতাকা উত্তোলন ও পুষ্পস্তবক অর্পণ, কুচকাওয়াজ, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান, আলোচনা এবং সাংস্কৃতিক প্রতিযোগিতা ও অনুষ্ঠানের মধ্য দিয়ে নাটোরে মহান বিজয় দিবস পালন করা হবে।আজ বৃহস্পতিবার বেলা ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রস্তুতি সভায় বিজয় দিবসের কর্মসূচী চূড়ান্ত করা হয়। জেলা প্রশাসক শামীম আহমেদ সভায় সভাপতিত্ব করেন।
১৬ ডিসেম্বর ৩১ বার তোপধ্বনীর মাধ্যমে দিবসের সূচনা হবে। সূর্যোদয়ের সাথে সাথে স্বাধীনতা স্মৃতি স্তম্ভ এবং সকল সরকারি ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। সকাল আটটায় শংকর গোবিন্দ চৌধুরী ষ্টেডিয়ামে কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠিত হবে।বেলা ১১টায় অনিমা চৌধুরী অডিটোরিয়ামে আলোচনা সভার আয়োজন করা হবে। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যগণকে ফুল ও শুভেচ্ছা উপহারসহ সংবর্ধনা প্রদান করা হবে। সন্ধ্যায় থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণ।শহীদ মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্নার মাগফেরাত, যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য এবং জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে সকল ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ মোনাজাত ও প্রার্থনা করা হবে। জেলা কারাগার, হাসপাতাল, শিশু সদন ও শিশু পরিবারে উন্নতমানের খাবার পরিবেশন করা হবে।দিবসটি উপলক্ষে বাংলাদেশ শিশু একাডেমী, বাংলাদেশ শিল্পকলা একাডেমী এবং সরকারী গণগ্রন্থাগার শিশুদের জন্যে রচনা, চিত্রাংকন ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *