নাটোরে ‘বেতন স্কেলের ইতিকথা’ গ্রন্থের মোড়ক উন্মোচন

 

নিজস্ব প্রতিনিধি ঃ

নাটোর, ১৮ নভেম্বর, ২০২২ (বাসস) : ভূমি মন্ত্রণালয়ে কর্মরত ব্যক্তিদের জন্যে জারীকৃত দাপ্তরিক চিঠিপত্র নিয়ে মোঃ মতিউর রহমানের সংগ্রহ, সংকলন ও সম্পাদনায় প্রকাশিত ‘বেতন স্কেলের ইতিকথা’ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে নাটোরে।আজ শুক্রবার বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি নাটোর জেলা শাখা স্থানীয় একটি রেস্তোরাঁয় এই অনুষ্ঠানের আয়োজন করে।অনুষ্ঠানে বক্তারা বলেন, ভূমি কর্মকর্তাবৃন্দ সারাদেশে ভূমি ব্যবস্থাপনা এবং রাজস্ব আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছেন। বইটিতে ভূমি কর্মকর্তাবৃন্দের পদবী ও স্কেল পরিবর্তন সংক্রান্ত অফিস আদেশের সংযোজিত ২৯টি চিঠি সংশ্লিষ্টদের কর্মজীবনে সহায়ক ভূমিকা পালন করবে।বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি নাটোর জেলা শাখার সভাপতি মোঃ আলমগীর হোসেন খান অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এবং সাধারণ সম্পাদক মোঃ মতিউর রহমান বইটি লেখার প্রেক্ষাপট বর্ণনা করেন।
অনুষ্ঠানে বাংলাদেশ ভূমি কল্যাণ সমিতির সভাপতি মোঃ মোতাহার হোসেন খান এবং মহাসচিব মোঃ আসাদুজ্জামান এবং কার্যনির্বাহী পরিষদের সকল কর্মকর্তাবৃন্দকে সংবর্ধনা প্রদান করা হয়। সবশেষে সংগঠনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *