নাটোরে বীজআখ উৎপাদন ও বিস্তার কৌশল নিয়ে কর্মশালা

 

নিজস্ব প্রতিবেদক :
গুণগতমানের বীজআখ উৎপাদন ও বিস্তারের কৌশল নিয়ে নাটোর চিনিকলে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার চিনিকলের প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মো. আমজাদ হোসেন।
নাটোর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফরিদ হোসেন ভূঁইয়া’র সভাপতিত্বে কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. শামসুর রহমান।
কর্মশালায় বক্তারা বলেন, চিনি শিল্পকে লাভজনক করতে উচ্চ ফলনশীল আখের বীজ ব্যবহার এবং এর সম্প্রসারণের কোন বিকল্প নেই। উচ্চ ফলনশীল বীজ ব্যবহারের মাধ্যমে এক প্রতি ফলন বহুগুণে বৃদ্ধি পায় বলে কৃষকও লাভবান হন। বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট গবেষণার মাধ্যমে নতুন নতুন বীজ উৎপাদন করে যাচ্ছে।
‘কৃষক পর্যায়ে আখের রোগমুক্ত পরিচ্ছন্ন বীজ উৎপাদন ও বিস্তার’ প্রকল্পের অর্থায়নে বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট কর্মশালার আয়োজন করে। দিনব্যাপী কর্মশালায় নাটোর চিনিকলের কৃষি বিভাগে কর্মরত শতাধিক কর্মকর্তা ও কর্মীবৃন্দ অংশগ্রহন করেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *