নাটোরে বাজার মূল্য সহনীয় রাখতে মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক :

নাটোর, ২৪ অক্টোবর, ২০২২ (বাসস) : চিনিসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য সহনশীল রাখতে মতবিনিময় সভা করেছে জেলা প্রশাসন। আজ সোমবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শামীম আহমেদ।সভায় বক্তারা বলেন, চাহিদা’র সাথে যোগানের ভারসাম্য রক্ষা করতে ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোকে গঠনমূলক ভূমিকা পালন করতে হবে। প্রশাসনসহ সরকারের সংশ্লিষ্ট দপ্তরসমূহ নিয়মিত বাজারে পণ্য মূল্য মনিটরিং করবে।সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ নাদিম সারওয়ার, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মহসীন, নাটোর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান প্রমুখ।এদিকে বাজারে দ্রব্যের মূল্য সহনশীল রাখতে দুপুরে শহরের নীচাবাজার এলাকাতে বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এই অভিযানে আমদানীকারকের ষ্টিকারবিহীন পণ্য বিক্রয় করায় কৃষ্ণ ষ্টোরকে দুই হাজার টাকা, অধিক মূল্যে চিনি বিক্রয় করায় স্বপন ষ্টোরকে এক হাজার টাকা, মূল্য তালিকা প্রদর্শন না করায় ভাই ভাই ডিমের দোকানকে এক হাজার টাকা এবং পণ্যের মোড়ক যথাযথভাবে ব্যবহার না করায় আদর্শ মিষ্টান্ন ভান্ডারকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মেহেদী হাসান তানভীর জানান, ভোক্তা অদিকার সংরক্ষণ আইনের বিভিন্ন ধারায় আদায়কৃত জরিমানালব্ধ অর্থ রাস্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়েছে।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *