নাটোরে প্রথমবারের মত কিডনী ডায়ালাইসিস কার্যক্রম শুরু

নিজস্ব প্রতিনিধি ঃ

নাটোর, ২৩ নভেম্বর, ২০২২ (বাসস) : জেলায় প্রথমবারের মত কিডনী ডায়ালাইসিস কার্যক্রম শুরু হয়েছে। আজ বুধবার দুপুর দুইটায় একতা ক্লিনিকে কিডনী ডায়ালইসিস সেন্টারের উদ্বোধন করেন সিভিল সার্জন ডা. রোজী আরা খাতুন।এ সময় তিনি বলেন, জেলার কিডনী রোগীরা এখন থেকে হাতের নাগালে ডায়ালাইসিস সুবিধা পেয়ে উপকৃত হবেন। এরফলে তাদের অর্থ এবং সময়ের সাশ্রয় হবে।উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নাটোর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. মাহবুবুর রহমান এবং মেডিকেল অফিসার ডা. রাসেল।একতা ক্লিনিকের পরিচালক শাহাদত হোসেন জানান, অত্যাধুনিক দুইটি ফেসিনিয়াস মেশিন এবং উন্নতমানের ডায়ালাইজার ও ব্লাড টিউবিং সেট ব্যবহার করে কিডনী ডায়ালাইসিস কার্যক্রম চলবে। এক্ষেত্রে সর্বোৎকৃষ্টমানের প্লান্টে প্রাপ্ত বিশুদ্ধ পানি ব্যবহার করা হচ্ছে।হাসপাতালের পরিচালক ডা. মাজেদুল ইসলাম বলেন, অভিজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে কিডনী ডায়ালাইসিস কার্যক্রম চলবে। বিশেষজ্ঞ চিকিৎসক প্রয়োজনীয় পরামর্শ প্রদান করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *