নাটোরে পানি সম্পদ ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা

নিজস্ব প্রতিবেদকঃ
পানি সম্পদ ব্যবস্থাাপনা বিষয়ক দিনব্যাপী কর্মশালা নাটোরে অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিাত ছিলেন নাটোর-২ আসনের (নাটোর সদর ও নলডাঙ্গা) সংসদ সদস্য মোঃ শফিকুল ইসলাম শিমুল। কর্মশালা প্রধানের দায়িত্ব পালন করেন জেলা প্রশাসক শামীম আহমেদ। কর্মশালায় বক্তারা বলেন, দেশের টেকসই উন্নয়নের মাধ্যমে উন্নত দেশের কাংখিত সোপানে পৌঁছতে পানি সম্পদ ব্যবস্থাাপনার অনুসরণ করতে হবে। পানির দুষণ রোধ করা, জলস্রোতের স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করা, জলাধার সংরক্ষণ, ভূগর্ভস্থা পানির ব্যবহার নিরুৎসাহিত করা, ভূপরিস্থা পানির ব্যবহারে উৎসাহ প্রদানের মাধ্যমে পানি ব্যবস্থাাপনা নীতিমালার বাস্তবায়ন সম্ভব। এই লক্ষ্যে বর্তমান সরকার বাংলাদেশ পানি আইন, ২০১৩ এবং বাংলাদেশ পানি বিধিমালা, ২০১৮ প্রণয়ন করেছে। দেশের সকল জনগোষ্ঠির মধ্যে সচেতনতা সৃষ্টির মাধ্যমে পানি আইন ও পানি বিধিমালা বাস্তবায়ন করতে পারলে দেশের কাংখিত উন্নয়নের গতি তরান্বিত হবে। কর্মশালায় অনলাইনে সংযুক্ত হয়ে বক্তব্য রাখেন পানি সম্পদ পরিকল্পনা সংস্থাার মহাপরিচালক মোঃ দেলোয়ার হোসেন, রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার আবু তাহের মোঃ মাসুদ রানা , কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাাপন করেন পানি সম্পদ পরিকল্পনা সংস্থার মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মোহাম্মদ আলমগীর। কর্মশালায় নাটোর জেলা সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাাপনা কমিটির সদস্যবৃন্দ অংশগ্রহন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *